ভারতে ২৫ দিনে কোভিডে মৃত্যু ১ লাখ, ৬০ দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ

ভারতে দিনে কোভিড রোগী বৃদ্ধি পাচ্ছে ২ লাখ করে। বিশ্বে কোভিডে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৪ লাখ। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৭০ লাখ। হপকিন্স

[৩] যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ কোভিডে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৩০ লাখ, মারা গেছে ৫ লাখ ৯০ হাজার। এর পরেই ভারতে কোভিডে আক্রান্ত হয়েছে ২ কোটি ৭০ লাখ এবং মারা গেছে ৩ লাখ ৭ হাজার জন। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল, দেশটিতে ১ কোটি ৬০ লাখ কোভিডে আক্রান্ত হওয়ার পর ৪ লাখ ৫২ হাজার জন মারা গেছে।

[৪] এক জরিপ বলছে যুক্তরাষ্ট্রে এ্যান্টিবায়োটিক ব্যবহার ৩৩ শতাংশ কমেছে। রোগিরা ডাক্তারদের কাছে যেতে না চাওয়া এর কারণ বলে মনে করছেন। চিকিৎসকদের প্রেসক্রিপশন দেওয়া কমেছে এক তৃতীয়াংশ।
কোম্পানীগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা ≣ [১] নীলফামারীর কিশোরগঞ্জে গণহত্যা দিবস পালিত ≣ শৈশবের খেলার মাঠ ‘জালে বন্দি’

[৫] সিডিসি বলছে এ্যান্টিবায়োটিক ব্যবহারে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে এবং এটি কোভিড নিয়ন্ত্রণে কাজে আসে না বলে এর ব্যবহার কমছে।

[৬] বিশ্বস্বাস্থ্য সংস্থা আরো ৭ দেশে কোভিডের ভারতীয় ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়ায় এসব দেশের সংখ্যা দাঁড়িয়েছে ৬০টি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *