ভর্তি পরীক্ষায় পরিবর্তন আনছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আগামী শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির ডিনস কমিটি। গতকাল ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তটি চূড়ান্ত করার জন্য পরবর্তী একাডেমিক কাউন্সিলের সভায় তোলা হবে। তবে চলতি শিক্ষাবর্ষে (২০২০-২১) আগের নিয়মেই পাঁচটি ইউনিটের আওতায় পরীক্ষা নেয়া হবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘সামাজিক বিজ্ঞান অনুষদের একটা স্বকীয়তা আছে। এ অনুষদের ১৬টি বিভাগ রয়েছে। তিন শতাধিক শিক্ষক এ অনুষদে পাঠদান করেন। শিক্ষকদের সঙ্গে এ বিষয়ে আলাপ করছি। আমার মতে, সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য স্বতন্ত্র ইউনিট হওয়া উচিত। তা না পারলে ‘খ’ ইউনিটের ক্ষেত্রে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ নামে ভর্তি পরীক্ষার ইউনিট করতে হবে। একাডেমিক কাউন্সিলে অবশ্যই এটি নিয়ে আলোচনা হবে।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ—এ তিন ধারাকে বিবেচনায় রেখে তিনটি ইউনিটে আগামী শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেয়া হবে। পাঁচ ইউনিটের পরিবর্তে তিনটি ইউনিটের আওতায় পরীক্ষাগুলো নেয়া হবে। ইউনিটের যেকোনো নামকরণ হতেই পারে। এতে যেটা হবে, পরীক্ষা নেয়ার চাপ কমে আসবে। তবে চলতি শিক্ষাবর্ষে (২০২০-২১) আগের নিয়মেই পরীক্ষা হবে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *