ব্রিটেনের যুগান্তকারী যন্ত্র, ২০ মিনিটে বাড়িতেই করোনা পরীক্ষা!‌

ডেস্ক রিপোর্ট: হ্যাঁ, তেমনই দাবি করেছে ব্রিটেনের সংস্থা অ্যাবিংডন হেল্থ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহায়তায় তারা বের করেছেন একটি যন্ত্র, যাতে মাত্র ২০ মিনিটেই করোনা পরীক্ষার ফল জানা সম্ভব হবে।

জুন মাসে এই পরীক্ষা করা হয়েছে ইংল্যান্ডের অসংখ্য মানুষের শরীরে। আর সেই পরীক্ষাতেই সাফল্য এসেছে প্রায় ১০০ শতাংশ। মোট ৩০০ জনের শরীরে এই যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয়েছে।

অনেকটা সুগার টেস্টের কায়দায় করোনা পরীক্ষা করা যাবে। ‌মানে আঙুলে মাথা থেকে রক্ত নিয়ে। অক্সফোর্ডের অধ্যাপক জানিয়েছেন, এটি দিয়ে নিজেরাই বাড়িতে বসে করোনা পরীক্ষা করা যাবে। ইতিমধ্যে ব্রিটেনের বেশ কিছু এলাকায় এটির ব্যবহার শুরু হয়েছে।
ব্রিটিশ সরকারেরও এই পরীক্ষায় অনুমোদন রয়েছে। তারা আবেদন করেছেন, এটি সাধারণ স্বাস্থ্য কর্মীদের মধ্যে এটি বিলি করতে। তারপর মানুষের বাড়িতেও এটি পৌঁছে দিতে।
[১] ভারতের যেসব এলাকা এখনও করোনাভাইরাসের হটস্পট হিসেবে চিহ্নিত হয়নি, সেগুলোতে ২০ এপ্রিলের পর থেকে শিথিল করা হবে লকডাউন ≣ [১] কুড়িগ্রামের ডিসিকে জনপ্রশাসনে বদলি, নতুন ডিসি রেজাউল করিম ≣ [১] সপ্তাহে এক দিন চীনে ফ্লাইট পরিচালনা করবে ইউএসবাংলা, অভ্যন্তরীন ফ্লাইট বন্ধ থাকবে ৪ এপ্রিল পর্যন্ত

এভাবে গণহারে অ্যান্টিবডি টেস্ট করা গেলে অনেকটাই দ্রুত করোনা পরীক্ষা করা যাবে। অনেক বেশি সংখ্যক মানুষের করোনার পরীক্ষা করা যাবে। চিকিৎসাও হবে দ্রুত। সূত্র : নিউজ ১৮।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *