বেশি বেতন চাওয়াই সমস্যা কুতিনিওর?

ফিলিপ কুতিনিও

ফিলিপ কুতিনিওছবি: এএফপি

বার্সেলোনায় আর সুযোগ নেই, ব্যাপারটা বুঝতে পেরেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুতিনিও। যে কারণে এখন ক্লাব ছাড়তেও রাজি তিনি। কিন্তু কুতিনিওর যে বেতন, কে নেবে তাঁকে? কুতিনিওর এখনই নিজের দেশের ক্লাবে ফেরার ইচ্ছে নেই। ইংল্যান্ড বা ইতালির যেকোনো ক্লাবের হয়ে ক্যারিয়ার আগে বাড়াতে চান এই মিডফিল্ডার। আর্সেনাল, লেস্টার সিটি, টটেনহাম, অ্যাস্টন ভিলার মতো ক্লাবগুলোর আগ্রহী তাঁর প্রতি। কিন্তু বাধ সাধছে তাঁর আকাশছোঁয়া বেতন।


এমনই হাজারো দলবদলের গুঞ্জনে মুখরিত ফুটবলপাড়া। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজিতে থাকবেন? না রিয়ালে যাবেন? আর্লিং হরলান্ড কি ডর্টমুন্ড ছাড়বেন? স্কাই ইতালিয়াকে বিতর্কিত সাক্ষাৎকার দেওয়ার পর লুকাকুকে কি চেলসি দলে রাখবে? হ্যারি কেইন কি অবশেষে টটেনহাম ছাড়তে পারবেন? কুতিনহো কি বার্সায় থাকতে পারবেন? লিভারপুল-ম্যানচেস্টার সিটি কাকে কিনছে এবার? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন?বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আন্তোনিও রুডিগার
আন্তোনিও রুডিগার

রিয়াল মাদ্রিদ
আন্তোনিও রুডিগারের বেতনের কারণে এই জার্মান সেন্টারব্যাককে আগামী গ্রীষ্মে দলে না-ও আনতে পারে রিয়াল মাদ্রিদ। প্রতি সপ্তাহে দুই লাখ পাউন্ড বেতন চাচ্ছেন এই ডিফেন্ডার। বলা হচ্ছে, রক্ষণে এদের মিলিতাও ও ডেভিড আলাবার জুটি নিয়ে কোচ কার্লো অ্যানচেলত্তি বেশ সন্তুষ্ট


বার্সেলোনা
তুরস্কের ক্লাব ফেনেরবাচে থেকে বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির জন্য প্রস্তাব আসলেও তুরস্ক যেতে রাজি নন এই তারকা। শুধু চ্যাম্পিয়নস লিগে খেলে এমন কোনো ক্লাব তাঁকে চাইলেই ক্লাব বদলাবেন উমতিতি


সেভিয়া
ছয় মাসের ধারে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফরাসি স্ট্রাইকার অ্যান্থনি মার্সিয়ালকে আনতে চেয়েছিল সেভিয়া। কিন্তু মার্সিয়ালের পুরো বেতন দিতে রাজি না হওয়ার কারণে সেভিয়ার সেই প্রস্তাব নাকচ হয়ে গেছে। ধারে জুভেন্টাসের ফরোয়ার্ড দেয়ান কুলুসেভস্কিকেও দলে আনতে চায় তাঁরা। ওদিকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফের্নান্দো রেগেসের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে সেভিয়া


লিভারপুল
ভিয়ারিয়ালের ডাচ উইঙ্গার আরনট দানজুমাকে ২ কোটি ইউরোর বিনিময়ে দলে আনতে পারে লিভারপুল। ২৪ বছর বয়সী এই উইঙ্গার এই মৌসুমে ১৮ ম্যাচে গোল করেছেন নয়টা। যদিও এই মাসে দানজুমাকে বিক্রি করতে চায় না দলটা


ম্যানচেস্টার সিটি
ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে পাওয়ার জন্য ফরাসি সেন্টারব্যাক এমেরিক লাপোর্তেকে বার্সেলোনার কাছে ছেড়ে দিতে রাজি ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলাবিজ্ঞা

দুসান ভ্লাহোভিচ
দুসান ভ্লাহোভিচ

চেলসি
তিন কোটি পাউন্ড খরচ করে এভারটন থেকে ফরাসি লেফটব্যাক লুকাস দিনিয়েকে দলে আনতে পারে চেলসি। যদিও নিউক্যাসল ও ওয়েস্ট হ্যামের মতো ক্লাবগুলোও দিনিয়ের ব্যাপারে আগ্রহী। ওদিকে দলে একজন মিডফিল্ডার বড্ড দরকার। সে লক্ষ্যে মোনাকোর ফরাসি মিডফিল্ডার অরেলিন চুয়ামেনিকে দলে আনতে পারে তাঁরা। ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার ডেকলান রাইসের ব্যাপারেও চেলসির আগ্রহ আছে, কিন্তু একইসঙ্গে দুজনকে কিনতে চায় না দলটা। এর চেয়ে ক্রিস্টাল প্যালেসে ধারে থাকা মিডফিল্ডার কনর গ্যালাঘারকে দলে এনে সুযোগ দেওয়ার ব্যাপারে টুখেল বেশি আগ্রহী


আর্সেনাল
এই মৌসুমের শুরু থেকেই উরুগুইয়ান মিডফিল্ডার লুকাস তোরেইরাকে ধারে ফিওরেন্তিনায় পাঠিয়েছে আর্সেনাল। এবার তোরেইরাকে পাকাপাকিভাবে সেখানে পাঠানো বিনিময়ে ফিওরেন্তিনার সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচকে কিনতে চায় লন্ডনের ক্লাবটা। ওদিকে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের জন্য আগ্রহী ক্লাবগুলোর কাছ থেকে প্রস্তাব শুনতেও রাজি আর্সেনাল। লিওঁর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেসের ব্যাপারে কোচ মিকেলা আরতেতার আগ্রহ থাকলেও এই মিডফিল্ডারের দাম সাড়ে চার কোটি ইউরো হাঁকিয়েছে ফরাসি ক্লাবটা


ম্যানচেস্টার ইউনাইটেড
লাপজিগের মিডফিল্ডার আমাদু হাইদারাকে দলে আনার ব্যাপারে ইচ্ছে আছে ইউনাইটেডের কোচ রালফ রাংনিকের। ওদিকে, অন্তত ১১ জন খেলোয়াড় নিয়মিত না খেলতে পেয়ে বিরক্ত হয়ে ইউনাইটেড ছাড়তে চান বলে জানা গেছেন। তালিকায় আছেন ডিন হেন্ডারসন থেকে শুরু করে এরিক বাইয়ি, ডনি ফল দে বিকের মতো খেলোয়াড়েরা

নিউক্যাসলে আসছেন ট্রিপিয়ের?
নিউক্যাসলে আসছেন ট্রিপিয়ের?

টটেনহাম হটস্পার
এসি মিলানের আইভোরিয়ান মিডফিল্ডার ফ্র্যাঙ্ক কেসির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন টটেনহামের ম্যানেজার আন্তোনিও কন্তে


নিউক্যাসল ইউনাইটেড
সেন্টারব্যাক হিসেবে দলে আনার জন্য লিলের ডাচ তারকা সভেন বটম্যানের পেছনে অনেক দিন ধরেই ঘুরছে নিউক্যাসল। কিন্তু লিল সাফ জানিয়ে দিয়েছে, ছয় কোটি ইউরোর এক পয়সাও কমে বটম্যানকে ছাড়তে রাজি না তাঁরা। ফলে এখন সেভিয়ার ব্রাজিলিয়ান সেন্টারব্যাক দিয়েগো কার্লোসের ব্যাপারে চিন্তাভাবনা করছে নিউক্যাসল। জেনিতের ইরানিয়ান স্ট্রাইকার সরদার আজমুনের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে পারে নিউক্যাসল। ওদিকে ফ্ল্যামেঙ্গোর ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল বারবোসা আর জুভেন্টাসের সুইডিশ ফরোয়ার্ড দেয়ান কুলুসেভস্কির ব্যাপারেও আগ্রহ আছে তাঁদের। নতুন মালিকের অধীনে প্রথম খেলোয়াড় হিসেবে নিউক্যাসলে আসছেন রাইটব্যাক কিয়েরান ট্রিপিয়ের। বলা হচ্ছে, আতলেতিকো থেকে ট্রিপিয়েরকে আনতে এক কোটি ২০ লাখ পাউন্ড খরচ করছে নিউক্যাসল


এসি মিলান
আইভোরিয়ান মিডফিল্ডার ফ্র্যাঙ্ক কেসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে আগামী গ্রীষ্মে। মিলানে থাকার ইচ্ছে নেই এই তারকার। কেসি চলে গেলে লিলের পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেসকে দলে আনতে পারে মিলান


ইন্টার মিলান
আয়াক্স থেকে ক্যামেরুনের গোলকিপার আন্দ্রে ওনানাকে দলে আনছে ইন্টার মিলান। আগামী গ্রীষ্মে আয়াক্সের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরেই ইন্টারে যোগ দেবেন এই গোলকিপার। এম্পোলির লেফটব্যাক ফাবিয়ানো পারিসির প্রতি আগ্রহ দেখিয়েছে ইন্টার, এসি মিলান ও নাপোলি। যদিও এই মাসে পারিসিকে বিক্রি করার কোনো ইচ্ছেই নেই এম্পোলির

বরুসিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার আর্লিং হরলান্ড
বরুসিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার আর্লিং হরলান্ড

নাপোলি
ইতালিয়ান উইঙ্গার লরেঞ্জো ইনসিনিয়ার এফসি টরন্টোতে যোগ দেওয়া প্রায় নিশ্চিত হয়ে গেছে। ২০২৭ পর্যন্ত কানাডার এই ক্লাবের সঙ্গে চুক্তি করছেন তিনি। আগামী গ্রীষ্মে এফসি টরন্টোতে যোগ দেবেন তিনি


এএস রোমা
ছয় মাসের ধারে আর্সেনাল থেকে রোমায় যাচ্ছেন ইংলিশ মিডফিল্ডার এইনসলি মেইটল্যান্ড নাইলস। ছয় মাস পর পাকাপাকিভাবে তাঁকে কিনে নেওয়ার একটা শর্ত রোমা চুক্তির মধ্যে জুড়ে দিতে চাইলেও আর্সেনাল রাজি হয়নি। এ ছাড়া মার্শেইয়ের ফরাসি মিডফিল্ডার বুবাকার কামারাকেও দলে আনতে চাইছে রোমা


বরুসিয়া ডর্টমুন্ড
আর্লিং হরলান্ড ক্লাব ছাড়লে তাঁর জায়গায় কাকে আনা যায়, সে ব্যাপারে এখন থেকেই চিন্তাভাবনা করা শুরু করে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। তালিকায় হরলান্ডের সাবেক ক্লাব রেড বুল সালজবুর্গের করিম আদেয়ামি থেকে শুরু করে ফিওরেন্তিনার দুসান ভ্লাহোভিচ, স্টুটগার্টের সাশা কালায়জিচ, বেনফিকার দারউইন নিউনেজ সবাই আছেন

পিএসজি
উসমান দেম্বেলেকে বার্সেলোনা থেকে আনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পিএসজি। চূড়ান্ত চুক্তিবৃদ্ধির প্রস্তাব নাকচ করে দিলেই দেম্বেলেকে বিক্রি করার জন্য উঠেপড়ে লাগবে বার্সেলোনা


অন্যান্য
হাল্ক ও দিয়েগো কস্তার পর আরও দুজন পরিচিত মুখকে দেখা যেতে পারে আতলেতিকো মিনেইরোর আজার্সিতে। বোকা জুনিয়র্স থেকে আর্জেন্টাইন সেন্টারব্যাক মার্কোস রোহো ও কালিয়ারি থেকে উরুগুইয়ান সেন্টারব্যাক দিয়েগো গদিন যেতে পারেন মিনেইরোতেবিজ্ঞাপন

সর্বশেষ সম্পাদিত দলবদল
হাসানে কামারা : লেফটব্যাক, আইভোরি কোস্ট (নিস থেকে ওয়াটফোর্ড, ৩৪ লাখ পাউন্ড)
ন্যাথান প্যাটারসন : রাইটব্যাক, স্কটল্যান্ড (রেঞ্জার্স থেকে এভারটন, ১ কোটি ২০ লাখ পাউন্ড)


সম্পাদিত উল্লেখযোগ্য দলবদল
ভিতালি মাইকোলেঙ্কো : লেফটব্যাক, ইউক্রেন (দিনামো কিয়েভ থেকে এভারটন, ১ কোটি ৭৭ লাখ পাউন্ড)
ভ্যান্ডারসন : রাইটব্যাক, ব্রাজিল (গ্রেমিও থেকে মোনাকো, ৯৩ লাখ পাউন্ড)
ফেরান তোরেস : উইঙ্গার, স্পেন (ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ৪ কোটি ৬৩ লাখ পাউন্ড)
জোনাথন ইকোনে : উইঙ্গার, ফ্রান্স (লিল থেকে ফিওরেন্তিনা, এক কোটি ৩০ লাখ পাউন্ড)
রাফিনিয়া আলকানতারা : মিডফিল্ডার, ব্রাজিল (পিএসজি থেকে রিয়াল সোসিয়েদাদ, ধার)
রিকার্দো পেপি : ফরোয়ার্ড, যুক্তরাষ্ট্র (এফসি ডালাস থেকে এফসি অগসবুর্গ, ১ কোটি ৪৮ লাখ পাউন্ড)
মিকায়েল কুসাঞ্চ : সেন্ট্রাল মিডফিল্ডার, ফ্রান্স (বায়ার্ন মিউনিখ থেকে ভেনেজিয়া, ৩৪ লাখ পাউন্ড)ফুটবল থেকে আরও পড়ুন

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *