বুসানে ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’

আগামী ৬ই অক্টোবর থেকে শুরু হচ্ছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৬তম আসর। এই উৎসবে ‘কিম জি সুক অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছে দক্ষিণ এশিয়ার দাপুটে ৭ নির্মাতার ৭টি চলচ্চিত্র। তার মধ্যে আছে মোস্তফা সরয়ার ফারুকীর তারকাবহুল সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’। গতকাল ‘কিম জি সুক অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত ৭টি সিনেমার নাম ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ। বুসান চলচ্চিত্র উৎসবের সাবেক পরিচালক কিম জি সুক, ২০১৭ সালে তার মৃত্যুর পর সম্মান জানিয়ে তার নামেই এই পুরস্কার দেয়া শুরু করে উৎসব কর্তৃপক্ষ। বিজয়ী সিনেমাটিকে অর্থমূল্য হিসেবে দেয়া হবে ১০ হাজার মার্কিন ডলার। ‘কিম জি সুক অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হওয়ার দিনে ‘নো ল্যান্ডস ম্যান’ এর কেন্দ্রীয় চরিত্র নওয়াজউদ্দিন সিদ্দিকীর ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতা। ‘নো ল্যান্ডস ম্যান’-এর শুরু থেকেই একের পর এক চমক দিয়েছেন নির্মাতা।

সর্বশেষ চমক দিয়েছেন, ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমানকে যুক্ত করে। যিনি এই সিনেমার সংগীত পরিচালনার পাশাপাশি সহ-প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন। মূল চরিত্রে বলিউডের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ছাড়াও বাংলাদেশ থেকে আছেন তাহসান, অস্ট্রেলিয়া থেকে মেগান মিশেল, ভারত থেকে ঈশা চোপড়া, বিক্রম কোচার এবং কিরণ খোজে। এই চলচ্চিত্রে প্রযোজক হিসেব যুক্ত আছেন ফরিদুর রেজা সাগর। প্রযোজক হিসেবে আরও যুক্ত আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা ও আমেরিকান প্রযোজক শ্রীহরি সাঠে। কো-প্রডিউসার হিসেবে আছে বঙ্গবিডি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *