বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি ব্র্যান্ড…

সম্প্রতি ‘বেস্ট গ্লোবাল ব্র্যান্ড’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইনব্র্যান্ড প্রকাশিত এ তালিকায় আধিপত্য বিস্তার করে আছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। প্রতিবেদন অনুযায়ী, কভিড-১৯ মহামারীর ভয়াবহতার মধ্যে প্রযুক্তিনির্ভরতা অনেকাংশে বেড়েছে, যা বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ব্যবসায় উল্লম্ফন ঘটিয়েছে। ব্যবসা প্রবৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়েছে প্রযুক্তি ব্র্যান্ডগুলোর বাজারমূল্যে। চলতি বছর বেস্ট গ্লোবাল ব্র্যান্ড শীর্ষক প্রতিবেদনের তালিকায় স্থান পাওয়া বিশ্বের সবচেয়ে দামি ৩০ প্রযুক্তি কোম্পানি নিয়ে আয়োজনের আজ প্রথম পর্ব—

অ্যাপল: ইনব্র্যান্ডের প্যারামিটার্স অনুযায়ী, নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কভিড-১৯ মহামারীর মধ্যেও প্রযুক্তি কোম্পানি অ্যাপলের ব্যবসায় উল্লম্ফন ঘটেছে। এখন প্রতিষ্ঠানটির ব্র্যান্ডমূল্য ৩২ হাজার ২৯৯ কোটি ৯০ লাখ ডলারে পৌঁছেছে। আইফোন ব্যবসা নিয়ে খারাপ সময় পার করলেও অ্যাপ স্টোর ও সার্ভিস ব্যবসায় ক্রমে উন্নতি করছে অ্যাপল, যা ব্র্যান্ডটির বাজারমূল্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

অ্যামাজন:

কভিড-১৯ মহামারীর বিস্তার ঠেকাতে বিশ্বজুড়ে ঘোষিত লকডাউনের মধ্যে অনলাইন কেনাকাটায় নির্ভরতা বেড়েছে। এমন প্রবণতার সবচেয়ে বড় সুবিধাভোগী কোম্পানি হলো অ্যামাজন। ইনব্র্যান্ডের প্যারামিটার্স অনুযায়ী, বর্তমানে অ্যামাজনের ব্র্যান্ডমূল্য ২০ হাজার ৬৬ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছেছে। মহামারীর সংকটে পড়ে যখন অন্য খাতের প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে, তখন অ্যামাজন বিশ্বজুড়ে অস্থায়ী কর্মী নিয়োগে বাধ্য হয়েছে।

মাইক্রোসফট:

ইনব্র্যান্ডের প্যারামিটার্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড তালিকায় প্রযুক্তি কোম্পানি হিসেবে তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে বৈশ্বিক সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। বর্তমানে মাইক্রোসফটের ব্র্যান্ডমূল্য ১৬ হাজার ৬০০ কোটি ১০ লাখ ডলারে পৌঁছেছে। এখন সফটওয়্যারের পাশাপাশি সার্ভিস সেবা ও ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি খাতে ভালো ব্যবসা করছে মাইক্রোসফট।

গুগল:

বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড তালিকায় প্রযুক্তি কোম্পানি হিসেবে শীর্ষ চতুর্থ অবস্থানে রয়েছে বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল। কভিড-১৯ মহামারীর মধ্যে তথ্যপ্রযুক্তি এবং ইন্টারনেট নির্ভরতা বৃদ্ধি গুগলের ব্র্যান্ডমূল্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। বৈশ্বিক অনুসন্ধান খাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে থাকা গুগলের ব্র্যান্ডমূল্য এখন ১৬ হাজার ৫৪৪ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে।

স্যামসাং:

বেস্ট গ্লোবাল ব্র্যান্ড শীর্ষক প্রতিবেদনে প্রযুক্তি কোম্পানি হিসেবে শীর্ষ পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং। মহামারীর নতুন বাস্তবতায় রিমোট ওয়ার্ক সুবিধা চালু করেছে অনেক প্রতিষ্ঠান। এক্ষেত্রে মাঝারি দামের ডিভাইস সরবরাহ করে ব্যবসা উল্লম্ফনের মুখ দেখেছে স্যামসাং। এখন স্যামসাংয়ের ব্র্যান্ডমূল ৬ হাজার ২২৮ কোটি ৯০ লাখ ডলারে পৌঁছেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *