বিশ্বের তৃতীয় ধনী মার্ক জাকারবার্গ

বিশ্বের অতি ধনী ব্যক্তিদের তালিকায় নাম উঠেছে সোস্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের। বিশ্বের অতি ধনী ব্যক্তি হিসেবে এখন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের পরের অবস্থানেই রয়েছেন তিনি। খবর সিএনএন।

যুক্তরাষ্ট্রে ইনস্টাগ্রাম রিলস চালু করার ঘোষণা দেয়ার পর মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ বেড়ে ১০ হাজার কোটি ডলারে (১০০ বিলিয়ন) পৌঁছেছে। ছোট ভিডিও শেয়ারিংয়ের নতুন এ অ্যাপ চালুর ঘোষণার পর গত বৃহস্পতিবার ফেসবুকের শেয়ার দর ৬ শতাংশের বেশি বেড়েছে। বর্তমানে ফেসবুকের ১৩ শতাংশের মালিকানা জাকারবার্গের নিয়ন্ত্রণে রয়েছে। এর ফলে ফেসবুক সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোস ও বিল গেটসের সারিতে উঠে এসেছেন।

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কভিড-১৯ মহামারী ঠেকাতে লকডাউন ও বিধিনিষেধের সবচেয়ে বড় উপকারভোগীদের মধ্যে রয়েছে ফেসবুক, অ্যামাজন, অ্যাপল ও গুগল। কারণ এ সময়ে মানুষ অনেক বেশি অনলাইনে কেনাকাটা করেছে। ভিডিও দেখেছে ও সামাজিক যোগাযোগের মাধ্যমে কাটিয়েছে।

ব্লুমবার্গের হিসাবে চলতি বছর জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ বেড়েছে ২ হাজার ২০০ কোটি ডলার, যেখানে জেফ বেজোসের বেড়েছে ৭ হাজার ৫০০ কোটি ডলার। টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামের রিলস চালুর সবচেয়ে উল্লেখযোগ্য সময় এটাই। কেননা যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করতে এক নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে সই করেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *