বিলুপ্ত হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের থানা ও ওয়ার্ড কমিটি

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্ভুক্ত সব থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে আগামী মার্চে সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহানগর দক্ষিণের বর্ধিত সভায় আজ (বুধবার) এ ঘোষণা দেওয়া হতে পারে। রাজধানীর গুলিস্তানের একটি হোটেলে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে এ সভা। ভোরের পাতা

বর্ধিতসভায় প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিশেষ অতিথি থাকবেন যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও বিশেষ অতিথি থাকবেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। মহানগর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটিতে যারা আছেন, শুধু তারাই সভায় উপস্থিত থাকবেন। দায়িত্ব পাওয়ার পর এটিই মহানগরের প্রথম বর্ধিতসভা।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, মহানগরকে ঢেলে সাজানোর প্রত্যয়ে বর্ধিতসভা হবে। থানা ও ওয়ার্ডের নতুন কমিটি করার উদ্যোগ নিতেই এই সভা। মার্চের মধ্যেই থানা ও ওয়ার্ডগুলোতে সম্মেলন শেষ করতে চাই।
[১] জায়েদ খানকে বয়কটের ঘোষণা চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠনের ≣ জনসাধারণের আগ্রহের মেট্রোরেলের প্রথম কোচ উত্তরায়, ব্যবহার হবে প্রদর্শনীতে, বললেন মেট্রোরেল প্রধান এম এ এন ছিদ্দিক ≣ [১] দুই দিনের মধ্যে করোনা রোগী চিকিৎসা শুরু হবে : সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক

এদিকে আসন্ন সম্মেলন ঘিরে দৌড়ঝাঁপ শুরু করেছেন পদ পেতে আগ্রহীরা। বিগত নির্বাচনে দলের বিপক্ষে থাকা বিদ্রোহী প্রার্থী ও বিভিন্ন মামলার আসামিও নানাভাবে তদবির করছেন। তাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও দলের সভাপতির কার্যালয়ে ভিড় করতেও দেখা যাচ্ছে। কেন্দ্রীয় নেতাদের কাছেও যাচ্ছেন তারা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *