বিভিন্ন রকম উপলব্ধি হয়েছে -মেহজাবিন চৌধুরী

চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গত কয়েক বছর ধরেই টিভি নাটকে অত্যান্ত শক্ত জায়গা তৈরি করেছেন তিনি। গেলো ঈদেও মেহজাবিন অভিনীত বেশ কিছু নাটক পছন্দ করেছেন দর্শক। কেমন উপভোগ করছেন এই তারকাখ্যাতি? উত্তরে এ অভিনেত্রী বলেন, আমি সব সময় সাধারণভাবে চলার চেষ্টা করি। তবে এটি সত্যি, যখন দর্শক কোনো কাজের প্রশংসা করেন তখন আরো ভালো কাজ করার উৎসাহ পাই। এভাবেই সামনে আরো ভালো কাজ উপহার দিতে চাই। ৭২দিন শুটিং বন্ধ থাকার পর ১লা জুন থেকে টিভি নাটকের শুটিং শুরু হয়েছে। অনেকে এরইমধ্যে শুটিং শুরু করেছেন।

শুটিং নিয়ে মেহজাবিনের ভাবনা কী? উত্তরে তিনি বলেন, অনেকেই আসছেন ঈদের কাজের প্রস্তাব নিয়ে। বেশ কিছু স্ক্রিপ্টও পেয়েছি। গল্পও পছন্দ হয়েছে। কিন্তু আমি এখনই শুটিংয়ে যাচ্ছি না। এখনো করোনা পরিস্থিতির অবস্থা ভালো নয়। অবস্থা আরো ভালোর দিকে যাক। তারপর শুটিং করবো। সম্প্রতি এ অভিনেত্রী প্রযোজনা করার কথাও ভাবছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি একটি ইউটিউব চ্যানেল চালু করেছি। এটিতে কয়েকটি রান্নার ভিডিও দিয়েছি। আমার চ্যানেলের জন্যই সামনে প্রযোজনা করবো। পরিকল্পনা করছি এখন। আপনাকে নাটকের গল্প ভাবনায়ও দেখা গেছে। নতুন কোনো গল্প নিয়ে ভাবছেন? এ বিষয়ে তিনি বলেন, করোনার এই সময়ে সত্যি নানারকম উপলব্ধি হয়েছে। চারপাশ নিয়ে অনেক ভাবনা এসেছে। এগুলো নাটকের জন্য লিপিবদ্ধ করবো ভাবছি। আশা করছি ভালো কিছু হবে। অনেকে বলেন মেহজাবিন গ্ল্য্যামার চরিত্রে বেশি অভিনয় করেন। এটি নিয়ে আপনার মন্তব্য কী? উত্তরে এ অভিনেত্রী বলেন, গত কয়েক বছরে আমি নিজেকে ভেঙেছি। অনেক ধরনের চরিত্রে অভিনয় করা হয়েছে আমার। একই ধরনের চরিত্রে কাজ করতে আমি নিজেও পছন্দ করি না। যারা নিয়মিত নাটক দেখেন তারা বিষয়টি হয়তো জেনেছেন। এবারও ঈদের ‘ফটো ফ্রেম’ নাটকে চা বিক্রেতার চরিত্রে অভিনয় করেছি। এছাড়া চলতি বছরেও নতুন কয়েকটি চরিত্রে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। সামনে এরকম আরো নানা মাত্রার চরিত্রে কাজ করতে চাই।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *