বিতর্কিত সীমান্ত অঞ্চলে চীনা সেনা আটক ভারতের

চীনের সঙ্গে বিতর্কিত লাদাখ সীমান্তের দেমচক এলাকায় সোমবার এক চীনা সেনাকে আটক করেছে ভারত। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের দায়ে তাকে আটক করা হয়েছে। আটক চীনা সেনার কাছে সামরিক ও বেসামরিক কয়েকটি নথি পাওয়া যায়। খবর এএফপি ও হিন্দুস্তান টাইমস।

সোমবার ভারতীয় সেনাবাহিনী জানায়, আটক পিএলএ সেনার নাম করপোরাল ওয়াং ইয়া লং। সোমবার লাদাখের পূর্বাঞ্চল দেমচকে প্রকৃত নিয়ন্ত্রণরেখার আশপাশে ঘোরাঘুরির সময় আটক করা হয় তাকে। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) হাতে তুলে দেয়া হবে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, চীনা সেনাকে চিকিৎসা সহযোগিতা দেয়া হচ্ছে। তাকে অক্সিজেন, খাবার ও শীতের পোশাক দেয়া হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, পিএলএর কাছ থেকে নিখোঁজ সেনার তথ্যের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এশিয়ার দুই পরাশক্তির মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিরসনে বেশ কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হলেও অচলাবস্থা কাটেনি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ২০০ মিটার উঁচুতে অবস্থিত অঞ্চলটিতে আসন্ন শীত মৌসুম কেমন কাটবে তা নিয়ে উভয় পক্ষই উদ্বিগ্ন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *