বাগেরহাটে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ

মোঃ সাগর, ফকিরহাট প্রতিনিধি : [২] বাগেরহাটে জনপ্রিয় হয়ে উঠেছে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ। জেলার প্রতিটি উপজেলায় এখন এই পদ্ধতিতে মাছ চাষ হয়ে উঠেছে ব্যাপক জনপ্রিয়।

[৩] টেকসই মৎস্য চাষের লক্ষ্য পূরণ করার বিভিন্ন পদ্ধতির মধ্যে বায়োফ্লক টেকনোলজি অন্যতম। বায়োফ্লক টেকনোলজি ব্যবহার করে অল্প
জমিতে অধিক পরিমাণ মাছ উৎপাদন করতে সক্ষম হচ্ছেন চাষীরা। আর এই ধারা অব্যাহত থাকলে সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা( এসডিজি ) অর্জনে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

[৪] বিশ্বের বিভিন্ন দেশে এই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় কিন্তু দেশে এ প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ এখনও ব্যাপকভাবে শুরু হয়নি। তবে চাষীদের দারি সরকারি সহযোগিতার পাশাপাশি যদি সহজ ঋণের ব্যাবস্থা করা হয় তবে যেমন অনেকের আগ্রহ বাড়বে, তেমনি হ্যাচারী থেকে সঠিকমাছ পৌঁছে যাবে চাষীদের মাঝে। আর এই পদ্ধতির চাষেও মিলছে কর্মসংস্থানের ব্যাবস্থা।
[১] রাজশাহীর পদ্মা নদীতে ২টি ট্রলারডুবি, এক শিশুর লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার; নিখোঁজ ২০ ≣ নারী ভোটারদের নিয়ে বিতর্কিত টুইট করায় অরবিন্দ কেজরিওয়ালকে ‘নারী বিদ্বেষী’ বললেন স্মৃতি ইরানি ≣ [১] করোনায় কর্মী ছাঁটাই করছে কানাডার অরোরা ক্যানাবিস

[৫] হ্যাচারীতে বায়োফ্লক ও রিসাইকেলিং পদ্ধতিতে মাছ চাষের ফলে স্থানীয় অনেকেই কর্মসংস্থান করে পরিবার-পরিজন নিয়ে সুখে-শান্তিতে আছেন।

[৬] এদিকে মোঃ শেখহাফিজ, বায়োফ্লক হ্যাচারী মালিক তিনি বলেন, আমি ১৫ বছর ধরে হ্যাচারী থেকে মাছ উৎপাদন করছি। আমরা যদি এর
থেকে ব্যাপকভাবে পোনা সঠিকভাবে উৎপাদন করি, তবে আমাদের সরকারের সহযোগিতার পাশাপাশি সহজ ঋণের প্রয়োজন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *