বাইডেন ও কমলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে দেশটির ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সেই সঙ্গে প্রথমবারের মতো কোন ভারতীয় বংশোদ্ভূত নারী ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। দুজনকেই অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (৮ নভেম্বর) পাঠানো বার্তায় বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রটির নবনির্বাচিত এ দুই নেতাকে অভিনন্দন জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল শনিবার নানা ঘটনাবলির মধ্য দিয়ে ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেনিয়ায় জয়ের মধ্য দিয়ে ‘ম্যাজিক স্কোর ২৭০’ অতিক্রম করেন বারাক ওবামার রানিং মেট বাইডেন। সেই সঙ্গে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন তার রানিং মেট কমলা হ্যারিস।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) ভোটগ্রহণ শেষে গেল তিনদিন ধরেই চলছে গণনা। দেশটির জটিল এ নির্বাচন প্রক্রিয়ায় চোখ এখন সারাবিশ্বের। করোনা মহামারীকালে এ নির্বাচনে দেশটির ইতিহাসে ১২০ বছরের রেকর্ড ভেঙে এবার সর্বোচ্চ ভোট কাস্ট হয়েছে। সেই সঙ্গে আগাম ভোটও পড়েছে রেকর্ড সংখ্যক। এর ফলে ভোট গণনাতেও বেশ সময় লাগছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পূর্ণাঙ্গ হিসাব শেষ হতে আরো সময় লাগবে। তবে প্রাথমিক হিসাব কষে একটি পূর্বাভাস করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

প্রভাবশালী গণমাধ্যম সিএনএনের হিসাব অনুযায়ী, সবশেষ ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৫টির ফলাফল হিসাব শেষে জো বাইডেন পেয়েছেন ২৭৩টি ইলেকটোরাল ভোট। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি। একই রকম পূর্বাভাস ব্রিটিশ গণমাধ্যম বিবিসির। তবে এপি, ফক্স নিউজ, গার্ডিয়ানসহ আরো বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যমের হিসাবে বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোট ২৯০টি। এসব গণমাধ্যম জর্জিয়া এবং নাভাডা রাজ্যেও বাইডেনের জয়ের পূর্বাভাস দিয়েছে। এই রাজ্য দুটিতে ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৭টি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *