বসুন্ধরায় প্লট-ফ্ল্যাটের চাহিদা বেড়েছে ২৪৩ শতাংশ

বসুন্ধরা আবাসিক এলাকায় প্লট-ফ্ল্যাটের চাহিদা বেড়েছে ২৪৩ শতাংশ। একই সঙ্গে দেশের সর্ববৃহৎ এ আবাসিক এলাকায় ভাড়া ফ্ল্যাটের চাহিদাও বেড়েছে ৭৪ শতাংশ। ৩৬ শতাংশ মানুষ ৫০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যে অ্যাপার্টমেন্ট চায়। আর ২৫ শতাংশ মানুষ ১ থেকে ৩ কোটি টাকার ভেতর অ্যাপার্টমেন্ট কিনতে চায়। রিয়েল এস্টেট সেবাদানকারী অনলাইন প্লাটফর্ম বিপ্রপার্টি তাদের ওয়েবসাইটে অনলাইন লিস্টিংয়ের ওপর ভিত্তি করে এ তথ্য জানিয়েছে। রোববার বসুন্ধরা আবাসিক এলাকায় বিপ্রপার্টির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

বসুন্ধরা আবাসিক এলাকায় আবাসনের চাহিদা নিয়ে এক উপস্থাপনায় জানানো হয়, ২০২১ সালের প্রথম তিন প্রান্তিকে বিপ্রপার্টির ওয়েবসাইটে উল্লেখযোগ্য আকারে প্রপার্টির লিস্টিং যোগ হয়েছে। ঢাকা থেকে ৭০ হাজারেরও বেশি লিস্টিং যোগ হয়েছে, যার মধ্যে প্রপার্টি বিক্রির জন্য ৭ দশমিক ৫ শতাংশ লিস্টিং এসেছে শুধু বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। একইভাবে এ বছরে ঢাকা থেকে ভাড়ার জন্য যত প্রপার্টি যোগ করা হয়েছে, তার প্রায় ৩ শতাংশ এসেছে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে।

বিপ্রপার্টির মার্কেটিং ও পিআর বিভাগের প্রধান মাহজাবীন চৌধুরী বলেন, প্রপার্টি ক্রয় বা ভাড়া নেয়ার ক্ষেত্রে মানুষ বরাবরই নিরাপত্তা, নিত্যদিনের সব মৌলিক চাহিদার সহজলভ্যতা এবং সামর্থ্যের কথা প্রথম বিবেচনা করে। আর এসব বৈশিষ্ট্য পুরোপুরি মিলে যায় বসুন্ধরা আবাসিক এলাকার ক্ষেত্রে। তাই এলাকাটি ডেভেলপার, ক্রেতা ও ভাড়াটিয়াদের জন্য বেশ আকর্ষণীয় একটি স্থানে পরিণত হয়েছে।

তিনি বলেন, বসুন্ধরায় প্রপার্টির এ চাহিদা আগামী বছরগুলোয় আরো বাড়বে বলে আশা করছি। আর এ লক্ষ্যেই বসুন্ধরায় আমরা এই নতুন মার্কেটপ্লেসটি খুলেছি। বিপ্রপার্টিতে তালিকাভুক্ত আছে বসুন্ধরা আবাসিক এলাকার চমত্কার সব অ্যাপার্টমেন্ট, ডুপ্লেক্স বাড়ি, প্লট এমনকি সম্পূর্ণ ভবনও। বিপ্রপার্টির তথ্য অনুসারে, ২০২১ সালের প্রথম তিন প্রান্তিকে প্লাটফর্মটিতে ৩৭ শতাংশ বাড়ি সন্ধানকারী এক হাজার বর্গফুট থেকে দেড় হাজার বর্গফুটের অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *