টেসলার বাজারমূল্য ছাড়িয়েছে লাখ কোটি ডলারের মাইলফলক

এক লাখ গাড়ির ক্রয়াদেশ দিয়েছে মার্কিন গাড়ি ভাড়া দেয়া সংস্থা হার্টজ। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা থেকে গাড়িগুলো কিনবে সংস্থাটি। এটি ব্যাটারিচালিত গাড়ির ইতিহাসে বৃহত্তম ক্রয়গুলোর একটি। পাশাপাশি এ ক্রয়াদেশ বৈদ্যুতিক গাড়িপ্রযুক্তিতে প্রতিটি দেশের ক্রমবর্ধমান প্রতিশ্রুতির সর্বশেষ প্রমাণ। বিপুলসংখ্যক গাড়ি বিক্রির এ খবরে ফুলেফেঁপে ওঠে টেসলার শেয়ারদর। এতে গাড়ি নির্মাতার বাজারমূল্য প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন বা লাখ কোটি ডলারের মাইলফলক ছাড়িয়েছে।

এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি ভাড়া দেয়া সংস্থার এ ক্রয়াদেশ আত্মবিশ্বাসকে প্রতিফলিত করে যে জীবাশ্ম জ্বালানিচালিত অভ্যন্তরীণ দহন ইঞ্জিনের পরিবর্তে বৈদ্যুতিক যানবাহন পরিবেশগত চিন্তাশীল গ্রাহকদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করছে।

এদিকে টেসলার বাজারমূল্যের সঙ্গে সংস্থাটির প্রতিষ্ঠাতার সম্পদেও উল্লম্ফন দেখা দেয়। সোমবার ইলোন মাস্কের সম্পদ বেড়েছে ৩ হাজার ৬২০ কোটি ডলার। এর মাধ্যমে বিশ্বের শীর্ষ ধনীর সম্পদের পরিমাণ এখন ২৮ হাজার ৮৬০ কোটি ডলারে পৌঁছেছে। মাস্কের এ সম্পদ এক্সন মবিল করপোরেশন বা নাইকি ইনকরপোরেটেডের বাজারমূল্যের চেয়ে বেশি।

এপিকে দেয়া এক সাক্ষাত্কারে হার্টজের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক ফিল্ডস বলেন, আমাদের ক্রয়াদেশ এরই মধ্যে টেসলার কারখানাগুলোয় পৌঁছে গেছে। আগামী নভেম্বর থেকেই আমরা টেসলার গাড়ি ভাড়া দিতে পারব বলে আশাবাদী।

এক ঘোষণায় হার্টজ জানিয়েছে, ২০২২ সালের শেষ নাগাদ টেসলার মডেল থ্রি ছোট গাড়িগুলোর কেনাকাটা সম্পূর্ণ হবে। নিজস্ব বৈদ্যুতিক গাড়ির চার্জিং নেটওয়ার্কও স্থাপন করবে হার্টজ। কারণ সংস্থাটি উত্তর আমেরিকায় বৈদ্যুতিক গাড়ির বৃহত্তম ভাড়ার বহর তৈরি করার চেষ্টা করছে।

তবে এ ক্রয়াদেশের জন্য হার্টজ কী পরিমাণ অর্থ ব্যয় করছে তা ফিল্ডস নিশ্চিত করেনি। তিনি বলেন, গত জুনে দেউলিয়াত্ব সুরক্ষা থেকে বেরিয়ে আসার পর এখন সংস্থাটির যথেষ্ট মূলধন এবং একটি স্বাস্থ্যকর ব্যালান্সশিট রয়েছে।

চুক্তিটি সম্ভবত ৪০০ কোটি ডলার মূল্যের। কারণ প্রতিটি মডেল থ্রি গাড়ির বেজ মূল্য প্রায় ৪০ হাজার ডলার। এটি একক কোনো কোম্পানির বৈদ্যুতিক গাড়ি ক্রয়াদেশের তালিকায় শীর্ষে রয়েছে। ২০১৯ সালে অ্যামাজন বৈদ্যুতিক ভ্যান, পিকআপ ট্রাক ও এসইউভি নির্মাতা স্টার্টআপ রিভিয়ানে এক লাখ বৈদ্যুতিক ডেলিভারি ভ্যানের ক্রয়াদেশ দিয়েছিল। রিভিয়ানে বিনিয়োগও রয়েছে ই-কমার্স জায়ান্টের।

হার্টজের এ ক্রয়াদেশের পর টেসলার শেয়ারদর প্রায় ১৩ শতাংশ বেড়ে ১ হাজার ২৪ ডলার ৮৬ সেন্টে লেনদেন শেষ হয়েছে। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি নির্মাতা হিসেবে টেসলার মোট বাজারমূল্য ১ লাখ কোটি ডলারের মাইলফলক ছাড়িয়ে গেছে।

মার্ক ফিল্ডস বলেন, বৈদ্যুতিক যানবাহনগুলো ক্রমবর্ধমানভাবে মূলধারায় চলে যাচ্ছে এবং হার্টজ গ্রাহকদের জন্য বৈদ্যুতিক গাড়ি ভাড়া দেয়ার ক্ষেত্রে একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হতে চায়। গত পাঁচ বছরে বৈদ্যুতিক যানবাহনের প্রতি ভোক্তাদের আগ্রহ নাটকীয়ভাবে বেড়েছে। অন্যান্য গাড়ি নির্মাতাদের সঙ্গেও আমরা বৈদ্যুতিক গাড়ি কেনার আলোচনায় রয়েছি।

নিজস্ব চার্জিং নেটওয়ার্ক তৈরিতেও বিনিয়োগ করছে হার্টজ। ফিল্ডস বলেন, ২০২২ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রজুড়ে ৬৫টি স্থানে তিন হাজার চার্জার এবং ২০২৩ সালের শেষ নাগাদ চার্জারের সংখ্যা চার হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তাছাড়া গ্রাহকরা টেসলার নিজস্ব চার্জিং নেটওয়ার্কও ব্যবহার করতে পারবেন। বিশ্বজুড়ে সংস্থাটির প্রায় ২৫ হাজার চার্জিং নেটওয়ার্ক রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *