বঙ্গবন্ধুর দেখানো পথে চললে দেশ এতোদিনে দুর্নীতিমুক্ত হতো, বললেন ড. কামাল হোসেন

ডেস্ক রিপোর্ট : বিশিষ্ট আইনজীবী, সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু আমাদের পথ দেখিয়ে গিয়েছিলেন সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত দেশ গড়ার। বঙ্গবন্ধুর সেই পথে আমরা চলতে পারলে বাংলাদেশ আজ দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ হতো। ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে সেটাই আমাদের স্মরণ করা দরকার। বর্তমানে দেশে যে দুর্নীতি চলছে বঙ্গবন্ধু বেঁচে থাকলে শক্ত হাতে তা দমন করতেন। বঙ্গবন্ধু সবসময় দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানে ছিলেন। দেশ স্বাধীনের পর প্রথম দেশে পা রেখেই তিনি দুর্নীতিবাজদের হুঁশিয়ার করেন। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি কিন্তু কাজে দেখি না।গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন একটি গণমাধ্যমকে এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কি বঙ্গবন্ধুর দেখানো পথে হাঁটছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ তারাও সঠিকভাবে বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করছে বলে মনে হয় না। তারা বঙ্গবন্ধুর আদর্শের দল মুখে বললেও কাজে তা দেখা যাচ্ছে না। প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্যখাত সর্বক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। করোনাকালে স্বাস্থ্যখাতে যে দুর্নীতি হয়েছে এটা তো নজিরবিহীন। কিছু দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলেও এখন আর সেই তৎপরতা দেখছি না। সময় পার হয়ে যাচ্ছে কিন্তু দুর্নীতিবাজদের কিছুই হচ্ছে না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *