ফের জাপার মহাসচিব হলেন জিয়াউদ্দিন বাবলু

মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে আবারো জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাকে এ দায়িত্ব দিয়েছেন বলে গতকাল জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হবেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১ (১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ ২৬ জুলাই (গতকাল) থেকেই কার্যকর বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, এর আগে রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে ২০১৪ সালের এপ্রিলে জিয়াউদ্দিন বাবলুকে পার্টির মহাসচিব নিযুক্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ। তবে ২০১৬ সালের জানুয়ারিতে এরশাদ শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে তাকে সরিয়ে রুহুল আমিন হাওলাদারকে আবারো মহাসচিবের দায়িত্ব দেন। গত জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়ন ঘিরে জাতীয় পার্টিতে আবারো অস্থিরতা তৈরি হয়। এ অবস্থায় ২০১৮ সালের ডিসেম্বরে রুহুল আমিন হাওলাদারের স্থলে মশিউর রহমান রাঙ্গাকে মহাসচিবের দায়িত্ব দেন এরশাদ। এবার রাঙ্গাকে সরিয়ে আবারো বাবলুকে মহাসচিব করা হলো।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *