ফিরেই হোঁচট লিভারপুলের

পুনরায় ইংলিশ প্রিমিয়ার লীগ শুরুর পর নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট খুইয়েছে লিভারপুল। মার্সিসাইড ডার্বিতে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের দল। তাতে খুব বেশি ক্ষতি হয়নি অলরেডদের। লিভারপুলের প্রিমিয়ার লীগ ট্রফি ছুঁয়ে দেখার ‍তিন দশকের অপেক্ষার প্রহর হয়ত আরেকটু বাড়িয়ে দিতে পেরেছে এভারটন। ৩০ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট এখন ৮৩। ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি সোমবার (২২শে জুন) বার্নলির বিপক্ষে জিতে গেলে লিভারপুলের অপেক্ষাটা বাড়বে আরও। সেক্ষেত্রে পরের ম্যাচে (বৃহস্পতিবার) ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতলেও শিরোপা নিশ্চিত হবে না লিভারপুলের। অপেক্ষা করতে হবে আরও এক ম্যাচ।

সেই ম্যাচ অবশ্য ম্যানচেস্টার সিটির বিপক্ষেই।

চলমান মৌসুমে লীগে দ্বিতীয়বারের মতো ড্র করল দারুণ ছন্দে ছুটে চলা লিভারপুল। অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লীগে সবশেষ ড্র করেছিল ইয়ুর্গেন ক্লপের দল। লীগের সবশেষ ৩ ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বারের মতো জিততে ব্যর্থ হলো পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুল।

ল্যাম্পার্ডের শততম ম্যাচে দারুণ জয় চেলসির

দিনের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছে চেলসি। চার ম্যাচ পর প্রতিপক্ষের মাঠে জিতল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। প্রথমার্ধে পিছিয়ে পড়া দলকে ক্রিস্টিয়ান পুলিসিচ সমতায় ফেরানোর পর জয়সূচক গোল এনে দেন ফরাসি ফরোয়ার্ড অলিভিয়ে জিরুদ। কোচ ল্যাম্পার্ডের শততম ম্যাচে পাওয়া এই জয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থান আরও সুসংহত করল চেলসি। তালিকার পাঁচ ও ছয় নম্বর দল যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেড ও উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল সবশেষ ২০১৬-১৭ মৌসুমে শিরোপা জেতা দলটি। ৩০ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে তিনে আছে লেস্টার সিটি। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে অ্যাস্টন ভিলা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *