ফাল্গুনে চয়নিকা চৌধুরীর ‘মন কেমনের দিন

রঞ্জন আর মায়ার বিয়ে হয়েছে তিন বছর। সুখের সংসার তাদের। নাটকে দেখা যায়, আজ তাদের তৃতীয় বিবাহবার্ষিকী। রঞ্জন অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে, তাই পুরো বাড়িতেই সাজসজ্জার ব্যবস্থা করেছে মায়া। এমন সময় বাসায় এসে হাজির হয় অপরূপা সুন্দরী অপর্ণা। এসেই রঞ্জনের খোঁজ করেন। মায়ার পরিচয় পেয়ে বলেন, ‘অফিসে ফোন করে রঞ্জনকে আসতে বলো। বলো, তোমার অপর্ণা এসেছে।’ অপরিচিত এই আগন্তুকের কথায় অবাক হয় মায়া। রঞ্জনকে ফোন করে। বাসায় এসে অপর্ণাকে দেখে চমকে ওঠে রঞ্জন। রঞ্জন অপর্ণাকে বলে, ‘তুমি হঠাৎ? কোত্থেকে? কার কাছে এসেছ? অপর্ণা বলে, আমি আমার স্বামীর কাছে এসেছি, সে এখানেই থাকে।’

রঞ্জন বলে, ‘এখানে থাকে? তোমার স্বামীর নাম কি?’ অপর্ণা বলে, ‘আমার স্বামীর নাম রঞ্জন! তুমিই তো আমার স্বামী!’ অপর্ণার এমন কথায় বিস্মিত হয় রঞ্জন! চমকে ওঠে রঞ্জনের স্ত্রী মায়াও! তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। শুরু হয় নানা নাটকীয়তা। এটি চয়নিকা চৌধুরীর নতুন নাটকের গল্প। ফাল্গুন উপলক্ষে তিনি নির্মাণ করেছেন ‘মন কেমনের দিন’। নাটকটির মূল উপজীব্য ভালোবাসার বিশ্বাস-অবিশ্বাস, দ্বন্দ্ব্ব-সংঘাত আর সংসারের টানাপড়েন।

ফারিয়া হোসেনের রচনায় এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান, সাবাহ সারিকা প্রমুখ। চয়নিকা বলেন, রঞ্জন চরিত্রে মিলন, মায়া চরিত্রে সাবাহ সারিকা আর অপর্ণা চরিত্রে রিচি অসাধারণ অভিনয় করেছেন। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। ‘মন কেমনের দিন’ ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *