ফটোসাংবাদিক কাজলের মুক্তির দাবিতে শিল্পী-সাহিত্যিকদের ‍বিবৃ‌তি

ডিজিটাল ‍নিরাপত্তা আইনে বন্দি ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের মুক্তি চেয়ে ৭২ জন লেখক-শিল্পী ও সংস্কৃতি-কর্মী যৌথ বিবৃতি দিয়েছেন। 

বিবৃতিতে তারা বলেছেন, গত ১০ মার্চ সাংবাদিক কাজল নিখোঁজ হন। ৩ মে বেনাপোল সীমান্ত থেকে আটক করা হয়।  নিখোঁজের ১০৮ দিন এবং পুলিশ কাস্টডিতে থাকার ৫২ দিন পরে আগামী ২৮ জুন তাকে গ্রেফতার দেখানোর কথা এবং সেই সঙ্গে ১০ দিনের রিমান্ডের আবেদন আগে থেকেই রয়েছে। এ নিয়ে বিবৃতিদাতারা উদ্বেগ প্রকাশ করেছেন। 

তারা বলেছেন, করোনাকালের এই দুর্যোগে আমরা সকলেই আমাদের পরিবারের সঙ্গেই আছি। কিন্তু শুধু লেখার অপরাধে, ছবি তোলার অপরাধে, আঁকার অপরাধে, চিন্তার অপরাধে, সংবাদ পরিবেশনের অপরাধে কাজলের মতো অনেকেই আজ রাষ্ট্রের কাছে বন্দি।সরকারের কাছে আহ্বান, চিন্তার হাতকড়া খুলে দিন। কাজলকে নিঃশর্ত মুক্তি দিন। 

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন:

১. খুশী কবির, সংগঠক ও চেয়ারপাসন, বৃত্ত আর্টস  ট্রাস্ট

২. গীতি আরা নাসরীন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

৩. আজফার হোসেন, অধ্যাপক, গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটি, মিশিগান, যুক্তরাষ্ট্র

৪. মানস চৌধুরী, প্রফেসর, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  

৫. অমিতাভ রেজা চৌধুরী, নির্মাতা

৬. সামিনা লুৎফা, শিক্ষক ও নাট্যকর্মী

৭. তৈয়বা বেগম লিপি, শিল্পী

৮. মাহবুবুর রহমান, শিল্পী

৯. লুবনা মারিয়াম, পরিচালক, সাধনা 

১০. শহিদুল আলম, আলোকচিত্রী

১১. বন্যা মির্জা, নাট্যকর্মী, দেশ নাট্যদল 

১২. রোবায়েত ফেরদৌস, শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

১৩. নাঈম মোহায়মেন, গবেষক

১৪. ড. সামিয়া খাতুন, সিনিয়র লেকচারার, সেন্টার ফর জেন্ডার স্টাডিস, সোয়াস, ইউনিভার্সিটি অফ লন্ডন

১৫. সাইদুর রহমান লিপন, শিক্ষক, নাটক ও পারফর্মেন্স স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬. এলিটা করিম, সঙ্গীতশিল্পী ও সাংবাদিক

১৭. জাকির তালুকদার, কথা সাহিত্যিক

১৮. মুনেম ওয়াসিফ, শিল্পী ও শিক্ষক

১৯. মুনিরা মোরশেদ মুন্নী, আলোকচিত্রী

২০. হানা শামস আহমেদ, পি এইচ ডি গবেষক ও অধিকার কর্মী, ইয়র্ক বিশ্ববিদ্যালয়, কানাডা

২১. এ এস এম রেজাউর রহমান, কিউরেটর, দৃক

২২. আহমেদুর রশীদ চৌধুরী, সম্পাদক ও প্রকাশক, শুদ্ধস্বর 

২৩. রেহনুমা আহমেদ, লেখক

২৪. তানজিম ওয়াহাব, কিউরেটর

২৫. ফিরোজ আহমেদ, রাজনৈতিক সংগঠক

২৬. অরূপ রাহী, লেখক, সঙ্গীতশিল্পী

২৭. ঋতু সাত্তার, শিল্পী

২৮. ইয়াসমীন জাহান নূপুর, শিল্পী

২৯. শিমুল সাহা, শিল্পী

৩০. কামরুজ্জামান স্বাধীন, শিল্পী

৩১. মনির মৃত্তিক, শিল্পী

৩২. সালমা জামাল মৌসুম, গবেষণা ও পরিকল্পনা, গিদরী বাউলি ফাউন্ডেশন অফ আর্টস

৩৩. জিহান করিম, সহকারী অধ্যাপক, চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

৩৪. ফওজিয়া খন্দকার, পাঠক ও আবৃত্তিকার

৩৫. মো. হাসানুর রহমান, শিল্পী

৩৬. ফারাহ নাজ মুন, শিল্পী

৩৭. মিলটন আনোয়ার, সাংবাদিক

৩৮. মোল্লা সাগর, চলচ্চিত্র নির্মাতা

৩৯. বীথি ঘোষ, সাংস্কৃতিক কর্মী, সমগীত

৪০. নাসরিন খন্দকার, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

৪১. সৌভিক রেজা, অধ্যাপক, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়  

৪২. কেহ্কাশা সাবাহ, কিউরেটর, শিল্পী ও গবেষক

৪৩. মিতা চৌধুরী, অভিনয় শিল্পী

৪৪. শাম্মী হক, সাংবাদিক

৪৫. জাইমা ইসলাম, সাংবাদিক

৪৬. আশফাক নিপুন, লেখক এবং পরিচালক

৪৭. শেহজাদ চৌধুরী, শিল্পী

৪৮. জান্নাতুল মাওয়া, আলোকচিত্রী শিক্ষক, পাঠশালা

৪৯. নায়েমুজ্জামান খান প্রিন্স, আলোকচিত্রী

৫০. তাসলিমা আখতার লিমা, রাজনীতিবিদ, শিক্ষক ও আলোকচিত্রী

৫১. আরশাদ রন, ফ্রিল্যান্স প্রডিউসার, ফিক্সার এন্ড ফটোগ্রাফার

৫২. এন্ড্রু বিরাজ, ভিসুরা কালেকটিভ, ওয়াশিংটন ডি.সি. ভিত্তিক ফটোসাংবাদিক

৫৩. তানভীর মুরাদ, শিক্ষক, পাঠশালা

৫৪. সউদ আল ফয়সল, আলোকচিত্রী

৫৫. আশরাফুল আওয়াল মিশুক, ফটো কিউরেটর, ডেইলি স্টার

৫৬. শুভ্র কান্তি দাস, ফটোসাংবাদিক, প্র্রথম আলো 

৫৭. কামরুজ্জামান, আলোকচিত্রী

৫৮. সরকার প্রতীক, আলোকচিত্রী

৫৯. মোতাহার আকন্দ, গবেষণা কর্মী 

৬০. তাহমিনা হাফিজ, শিল্পী 

৬১. মোহাম্মদ আলী হায়দার, প্রধান নির্বাহী, বটতলা পারফর্মেন্স স্পেস 

৬২. অমল আকাশ, সমগীত 

৬৩. সাখাওয়াত হোসাইন, নাট্যকর্মী 

৬৪. মহসিনা আক্তার, নাট্যকর্মী 

৬৫. সুদীপ চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, নাটক ও পারফর্মেন্স স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় 

৬৬. সাদিয়া মিজান, শিল্পী 

৬৭. মিথুন আহমেদ, সংস্কৃতিকর্মী

৬৮. জগন্ময় পাল, মানবাধিকার চলচ্চিত্র ও নাট্যকর্মী

৬৯. কাজী রোকসানা রুমা, সংস্কৃতিকর্মী

৭০. কফিল আহমেদ, কবি ও শিল্পী

৭১. ইমতিয়ার শামীম, কথা সাহিত্যিক

৭২. বাকী বিল্লাহ, লেখক ও এক্টিভিস্ট

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *