প্রথমবারের মতো ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

বার্ষিক সামরিক অনুশীলনের অংশ হিসেবে প্রথমবারের মতো ভূগর্ভ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরানের এলিট রেভল্যুশনারি গার্ড। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে যুক্ত সংবাদ সংস্থা ওয়াইজেসির পোস্ট করা এক ভিডিওতে এ তথ্য জানিয়েছেন রেভল্যুশনারি গার্ডের মহাকাশ বিভাগের প্রধান আমিরালি হাজিজাদেহ। খবর রয়টার্স।

মঙ্গলবার উপসাগরে এ অনুশীলন এমন সময়ে শুরু হলো যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরানের এ সামরিক অনুশীলনের কারণে ওই অঞ্চলে তাদের দুটি ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ইরানের এ ক্ষেপণাস্ত্র উেক্ষপণ ছিল একেবারেই অবিবেচনাপ্রসূত।

সাম্প্রতিক বছরগুলোয় উপসাগরে রেভল্যুশনারি গার্ড ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে পর্যায়ক্রমিক দ্বন্দ্ব চলে আসছে। এর আগে মার্কিন সেনাবাহিনী অভিযোগ করেছিল, ইরান উসকানিমূলকভাবে তাদের যুদ্ধজাহাজের আশপাশে দ্রুত-আক্রমণে সক্ষম নৌযান পাঠায়। ওয়াইজেসির পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, দ্রুত-আক্রমণে সক্ষম নৌযান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। আর ক্ষেপণাস্ত্রগুলো ‘নকল’ মার্কিন উড়োজাহাজে আঘাত হানছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *