পুরো আতালান্তার সমান বেতন পান নেইমার একাই

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে আগামীকাল ইতালিয়ান ক্লাব আতালান্তার মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মাঠের লড়াইয়ের আগে দুই ক্লাবের অর্থনৈতিক পার্থক্য তুলে ধরেছে ইতালির ক্রীড়া বিষয়ক দৈনিক ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’। তাদের বিশ্লেষণে দেখা গেছে, আতালান্তার সবার বেতন একসঙ্গে করলে যত টাকা হয়, বর্তমানে পিএসজিতে সে পরিমাণ পারিশ্রমিক পাচ্ছেন নেইমার একাই। পিএসজিতে ব্রাজিলিয়ান সুপারস্টারের বাৎসরিক বেতন ৩৬ মিলিয়ন ইউরো। যেখানে আতালান্তার সর্বোচ্চ বেতনপ্রাপ্ত খেলোয়াড় পাপু গোমেজ, ইয়োসিপ ইলিচিচ এবং দুভান জাপাতা বছরে পান ১.২ মিলিয়ন ইউরো, সঙ্গে পারফরম্যান্সভিত্তিক বোনাস।

তারকা খ্যাতিতে নেইমার-এমবাপ্পের সামনে ইলিচিচ-জাপাতারা তেমন উজ্জ্বল নয়। তবে জাপাতাদের কল্যাণেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে আতালান্তা। ইতালিয়ান সিরি আ ফুটবল লীগে এবার তৃতীয় স্থান অর্জন করেছে দলটি। আতালান্তা কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনির কাছে পিএসজি ম্যাচ স্বপ্নের মতো।
গত জুলাইয়ে কোয়ার্টার ফাইনাল ড্র অনুষ্ঠিত হওয়ার পর তিনি বলেছিলেন, ‘পিএসজি অনেক বড় দল, চ্যাম্পিয়ন্স লীগ জয় তাদের লক্ষ্য। আমরা ইতিমধ্যেই ইউরোপিয়ান প্রতিযোগিতা কেমন হয়, সে স্বাদ পেয়েছি। আমি নিশ্চিত ম্যাচটা হবে আবেগের।’

পিএসজিকে আশা দেখাচ্ছেন এমবাপ্পে
জুলাইয়ের শেষ দিকে ফ্রেঞ্চ কাপের ফাইনাল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন কিলিয়ান এমবাপ্পে। গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায় এ ফরাসি স্ট্রাইকারের। পিএসজি তখন জানিয়েছিল, এমবাপ্পের চোট সারতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। এ হিসাবে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল অনিশ্চিত ছিলেন এমবাপ্পে। তবে শনিবার এমবাপ্পে ব্যক্তিগত অনুশীলনে ফেরায় আশা জেগেছে পিএসজি শিবিরে। ২১ বছর বয়সী এই ফরাসি গোলমুখে বেশ কয়েকবার শটও নিয়েছেন। আতালান্তার বিপক্ষে শেষ আটের ম্যাচ সামনে রেখে পর্তুগালের লিসবনের উদ্দেশে কাল উড়াল দেবে নেইমার-এমবাপ্পেরা। পুরোপুরি সুস্থ না হলেও ২৮ জনের বহরে থাকছেন এমবাপ্পেও। পিএসজির কোচ টমাস টুকেল গত বুধবার বলেছিলেন, আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। আমরা দেখবো এমবাপ্পেকে অন্তত বেঞ্চে রাখা যায় কিনা। তবে বেশি কিছু আশা করছি না আমি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *