ইউনাইটেডে যাচ্ছেন না সানচো

ম্যানচেস্টার ইউনাইটেডে আসছেন জাডন সানচো- এমন গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। তবে ২০ বছর বয়সী ইংলিশ তারকার ট্রান্সফার ফি নিয়ে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে বোঝাপড়া না হওয়ায় থেমে আছে সানচোর ইংল্যান্ডে ফেরা। এরই মধ্যে সুইজারল্যান্ডে চলমান ডর্টমুন্ডের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দিয়েছেন সানচো। ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর মাইকেল জর্ক রোববার জানিয়েছেন, আগামী মৌসুমেও জার্মান ক্লাবটিতেই থাকছেন ২০ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড।

২০১৭ সালে ম্যানচেস্টার সিটির যুব দল থেকে ১০ মিলিয়ন পাউন্ডে বরুশিয়া ডর্টমুন্ডে পাড়ি জমান সানচো। জার্মানিতে আলো ছড়িয়ে নজরে পড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, বায়ার্ন মিউনিখের মতো দলগুলো সানচোকে দলে ভেড়াতে চাইলেও ১০০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’র কারণে পিছু হটে ম্যানইউ বাদে অন্যরা। করোনা পরিস্থিতির কারণে আর্থিক সঙ্কটে পড়েছে ইউরোপের প্রায় সব ক্লাবই। ইউনাইটেডও বাদ যায়নি।
সানচোর ট্রান্সফার ফি কমানোর জন্য দেনদরবারও করেছে তারা। তবে এখনো পর্যন্ত সফল হয়নি।

ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর মাইকেল জর্ক তো রোববার জানিয়েই দিলেন, ‘সানচো ডর্টমুন্ডে থাকছে এটা চূড়ান্ত হয়ে গেছে। আর এটাই সব প্রশ্নের উত্তর বলে আমি মনে করি।’

জাডন সানচো শেষ পর্যন্ত যদি ১০০ মিলিয়ন পাউন্ডে ইউনাইটেডে পাড়ি জমান সেক্ষেত্রে গড়বেন রেকর্ড। ইংল্যান্ডে তিনি ফিরবেন সবচেয়ে দামি ইংলিশ ফুটবলার হিসেবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *