পুকুর চুরি, পাহাড় কাটা: মানিকের নামে ৩ মামলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৪ নং লালখানবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এফ আই মানিক পড়েছেন দুদকের নজরে। তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম অফিস।

[৩] বাসস জানায়, তিনবারের কাউন্সিলর মানিকের নামে প্রথম মামলা পুকুর কেটে ৪৫ লাখ ৩৬ হাজার টাকা লোপাট এবং পাহাড় কেটে ঘর বানানোর অভিযোগে।

[৪] দ্বিতীয় মামলার অভিযোগ, দোকান বরাদ্দের নামে ৪৫ লাখ টাকা আত্মসাৎ। মানিকের সঙ্গে আসামি করা হয়েছে কাজী মাহমুদ ইমাম বিলু এবং এ এন ফারুক।

[৫] ওই তিনজনের নামেই তৃতীয় মামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে বিনা অনুমোদনে সিডিএ মার্কেট নির্মাণের মাধ্যমে ২৯ লাখ ৪০ হাজার টাকা চুরি।

[৬] চতুর্থ মামলাটি দুদক করেছে মানিকের প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিকীর বিরুদ্ধে, ২৬ লাখ ১১ হাজার টাকা চুরির মামলা।
রেজা আলী পাটোয়ারী: অতিকায় হস্তি লোপ পাইয়াছে, তেলাপোকা টিকিয়া আছে ≣ লিংকন বিডি: বাংলাদেশ এখন করোনা বোমা! ≣ [১] গাজীপুরে কঠোর লকডাউনের মধ্যেই বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা

[৭] দুদকের সহকারী পরিচালক আবু সাঈদ মামলাগুলো দায়ের করেন।

[৮] উপ পরিচালক লুৎফুল কবীর চন্দন বলেছেন, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে দেড় কোটি টাকা আত্মসাৎ করেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *