আমাদিন শুল্ক কমিয়ে জ্বালানি তেলে ভর্তুকির দাবি বামজোটের, না মানলে হরতাল-অবরোধ কর্মসূচি

বামজোটের নেতারা মনে করেন আমদানি শুল্ক কমিয়ে ও জ্বালানি খাতের দুর্নীতি, অব্যবস্থাপনা ও অপচয় রোধ করলে আমদানি খরচ কমে যাবে।

[৩] সবশেষ পাঁচ মাস বাদে গত সাত বছরে বিপিসি প্রায় ৪০ হাজার কোটি টাকা মুনাফা করেছে। ফলে জনগণের দুরবস্থায় ভর্তুকি দিয়ে জ¦ালানি খাত পরিচালনা করা উচিত বলে মনে করছেন তারা। মানুষের প্রতি সরকারের ন্যূনতম দায়বদ্ধতা থাকলেও তাদের দিকে সুনজর দেবে। কিন্তু বামজোটের অভিযোগ, সরকার মালিকপক্ষের স্বার্থরক্ষা করে চলেছে।

[৪] সিপিবির অন্যতম সম্পাদক রুহিন হোসেন বলেন, জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধি অন্যায়, অযৌক্তিক, বেআইনি ও গণবিরোধী। জ¦ালানি তেলের দাম বাড়লে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, গণপরিবহনে নৈরাজ্য বাড়বে। ভবিষ্যতে বিদ্যুতের দামও বাড়বে। অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ভবিষ্যতে আরও বড় কর্মসূচি দেবো।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *