পুঁজিবাজারে ইন্টারনেট ভিত্তিক লেনদেনে ব্রোকারদের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ইন্টারনেটভিত্তিক লেনদেনে উদ্বুদ্ধ করতে ব্রোকারদের ভূমিকা নিয়ে দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ট্রেনিং একাডেমী। কর্মশালায় ৪টি সেশনে ব্রোকারেজ হাউজের ৪০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

১৪ ও ১৫ জুন দুইদিন ব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম সাইফুর রহমান মজুমদার। কর্মশালায় সেশন পরিচালন করেন বিএসইসির পরিচালক মো. রেজাউল করিম ও ডিএসইর ট্রেনিং একাডেমির ইনচার্জ মুহাম্মদ রনি ইসলাম।

কর্মশালার উদ্বোধনকালে ডিএসইর সিওও এম সাইফুর রহমান মজুমদার বলেন, বর্তমানে করোনা ভাইরাস মহামারির সময়ে বিনিয়োগকারীদের অনলাইনে লেনদেনের বিষয়ে উদ্বুদ্ধ করা প্রয়োজন। একই সাথে এ সময় কমপ্লায়েন্সগুলোও সঠিকভাবে পালন করতে হবে। বিনিয়োগকারীদের অনলাইন লেনদেনের ক্ষেত্রে ডিএসই মোবাইল অ্যাপ্লিকেশনটি বিশেষ ভূমিকা রাখতে পারে। অনলাইন লেনদেন বিনিয়োগকারীদের নিকট জনপ্রিয় করতে এ সময় প্রত্যেক ব্রোকারেজ হাউজকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এ বিষয়ে ডিএসই ব্রোকারেজ হাউজগুলোকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *