পিটিআইয়ের রিপোর্ট কাছারে বাংলাদেশ-ভারত সীমান্তে নৈশকালীন কারফিউ, নিষেধাজ্ঞা

আসামের কাছার জেলায় বাংলাদেশ-ভারত সীমান্তে নৈশকালীন কারফিউ এবং নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারি করেছে ভারত। এ অঞ্চল দিয়ে উগ্রপন্থিদের চলাচল শনাক্ত করার পর এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। আরো বলা হয়েছে, এই সীমান্ত দিয়ে গবাদিপশু এপাড়-ওপাড় হয়। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ফার্স্টপোস্ট। এতে বলা হয়েছে, কারফিউ এবং নিষেধাজ্ঞামূলক ওই নির্দেশ মঙ্গলবার তাৎক্ষণিকভাবেই কার্যকর হয়েছে। এ আদেশে বলা হয়েছে, সীমান্তের ওই অঞ্চল দিয়ে উগ্রপন্থিরা আইন শৃংখলায় সমস্যা সৃষ্টি করছে। অননুমোদিত পণ্য পাচার করছে। ফলে সরকারি এক নির্দেশে বলা হয়েছে, এই নির্দেশ কার্যকর থাকবে পরবর্তী দুই মাস।
কাছারের উপকমিশনার কীর্তি জাল্লি এক নির্দেশ জারি করেছেন যে, কাছার জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে ব্যক্তিবিশেষের চলাচল কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। এ সময়ের মধ্যে সুরমা নদীতে বা তার উজানে কারো চলাচলের অনুমতি থাকবে না। কোনো ব্যক্তি এ সময়ে নদীতে মাছ ধরার জন্য নৌকা চালাতে পারবেন না। বিশেষ প্রয়োজনে কাতিগোরা সার্কেল অফিসারের কাছ থেকে অনুমতি নিতে হবে। বাংলাদেশ সীমান্তের সঙ্গে এই ৫ কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় সূর্যাস্ত থেকে শুরু করে সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে কোনো গাড়ি, হাতে চালিত কোন যান, রিক্সা বা অন্য কোনো পরিবহন চিনি, চাল, গম, ভোজ্যতেল, লবণ অথবা অন্য যেকোনো প্রয়োজনীয় জিনিসপত্র বহন করতে পারবে না। তবে এই নির্দেশ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *