পাকিস্তানে ১২ দেশের ফ্লাইট নিষিদ্ধ

আগামী ২৩শে মার্চ থেকে ১২টি দেশের ফ্লাইট নিষিদ্ধ করেছে পাকিস্তান। এই নিষেধাজ্ঞা ৫ই এপ্রিল পর্যন্ত বহাল থাকবে বলে শনিবার ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এসব দেশকে ‘সি’ ক্যাটেগরিতে ফেলেছে পাকিস্তান। দেশগুলো হলো বোতসোয়ানা, ব্রাজিল, কলম্বিয়া, কমোরোস, ঘানা, কেনিয়া, মোজাম্বিক, পেরু, রোয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, তাঞ্জানিয়া এবং জাম্বিয়া। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন সামা টিভি। তবে ‘এ’ ক্যাটেগরিতে থাকা ২০টি দেশের ভ্রমণকারীদের জন্য পাকিস্তান প্রবেশে কোনো রকম পিসিআর পরীক্ষার প্রয়োজন হবে না। এসব দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ভুটান, চীন, ফিজি, জাপান, কাজাখস্তান, লাওস, মঙ্গোলিয়া, মৌরিতানিয়া, মরক্কো, মিয়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, ত্রিনিদাদ অ্যান্ড ট্যোবাকো এবং ভিয়েতনাম। বাকি দেশগুলোকে রাখা হয়েছে ‘বি’ ক্যাটেগরিতে।
পাকিস্তান যাওয়ার ক্ষেত্রে এসব দেশের ভ্রমণকারীদের পিসিআর নেগেটিভ পরীক্ষা করাতে হবে। এই পরীক্ষার ফল ৭২ ঘন্টার বেশি সময় আগের হলে তা গ্রহণযোগ্য হবে না।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *