পরিবারের সদস্যরাও বিষয়টি সহজভাবে নেয়নি -অহনা

টিভি নাটকের প্রিয়মুখ অহনা। লকডাউনের আগে থেকেই কাজ কম করছেন। বিশেষ করে চলতি বছরের শুরুতে ধারাবাহিক নাটকে কাজ না করার সিদ্ধান্ত নেন তিনি। এর বদলে খন্ড নাটক ও ওয়েব সিরিজের দিকে তিনি মনোযোগ দিয়েছেন। এরইমধ্যে তার অভিনীত ওয়েব সিরিজ ‘সদর ঘাটের টাইগার’ নিযে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। বিশেষ করে এ ওয়েবসিরিজের আপত্তিকর সংলাপ নিয়ে ফেসবুকেও সরব হয়েছেন অনেকে। অহনাকে নিয়েও চলছে সমালোচনা। বিষয়টি নিয়ে অহনা মানবজমিনকে বলেন, অনেকে গল্পে আমার চরিত্রটি না দেখে ব্যক্তি অহনাকে পর্যালোচনা করছেন।

আমি যে সংলাপটি বলেছি সেটি গল্পের রতœা চরিত্রের মেয়েটি বলেছে। আমাকে আলাদাভাবে দেখার কিছু নেই। এটি সত্যি যে বেশিরভাগ দর্শক আমাকে এভাবে দেখতে চাননি। যারা সমালোচনা করছেন তাদের নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। কারণ আমরা এই ধরনের পরিবেশে বড় হইনি। তাই তারাও এমন চরিত্র সহজভাবে নিচ্ছেন না। আমার পরিবারের সদস্যরাও বিষয়টি সহজভাবে নেয়নি। কিন্তু আমি একটু চ্যালেঞ্জ নিতে চেয়েছি। সেখান থেকেই এই কাজটি করা হয়েছে। আগামীতেও কিছু চ্যালেঞ্জিং কাজ করতে চাই। এদিকে গেলো ১লা জুন থেকে টিভি নাটকের শুটিং শুরু হয়েছে। আপনি শুটিং করেছেন? উত্তরে তিনি বলেন, এখনো কাজ শুরু করিনি। চলতি মাসে শুটিং করার কোনো পরিকল্পনা নেই। ঈদের নাটকের জন্যও কাউকে সিডিউল দেইনি। এখন নিরাপদ থাকাই উত্তম মনে করি। শুধু নিজের ক্যারিয়ারের কথা ভাবলেই চলবে না। নিজের পরিবারকেও সুরক্ষিত রাখতে হবে। করোনার এই সময়ে অবসর সময় কিভাবে কাটানো হয়? তিনি বলেন, বাসায় নিজের পছন্দের ছবি দেখি। নামাজ পড়ি। রান্নাবান্নায় সহযোগিতা করছি। এদিকে লকডাউন তুলে নেবার পর আমার বিউটি পার্লার চালু করেছি সীমিত সময়ের জন্য। সেদিকেও সময় দিচ্ছি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *