নেপালের বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার

পাহাড়ে বিধ্বস্ত হওয়া নেপালের বিমানটির ধ্বংসাবশেষ সোমবার একটি পাহাড়ে ছড়িয়ে ছিটানো অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে ২২ জনকে বহনকারী ওই বিমানতে কাউকে জীবিত পাওয়া যায়নি। ব্লুমবার্গ

তারা এয়ারের টার্বোপ্রপ টুইন অটার রোববার উড্ডয়নের ২০ মিনিট পর অবতরণের নির্ধারিত সময়ের ঠিক আগে গভীর নদীর গিরিখাত এবং পাহাড়ের চূড়ায় উড়ে যাওয়ার সময় বিমানবন্দর টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বিমানটি মোস্তাং জেলার সানোসওয়্যারে পাহাড়ি শহর জোমসোমের কাছে বিধ্বস্ত হয়। এটি কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে পোখারা রিসোর্ট শহর থেকে উড্ডয়ন করেছিল।

নেপাল পুলিশের ইন্সপেক্টর রাজ কুমার তামাংয়ের নেতৃত্বে একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ জানিয়েছে, কিছু মরদেহ চেনার উপায় নেই, দেহাবশেষ সংগ্রহ করা হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *