নিষিদ্ধ চালকদের তথ্য শেয়ার করবে উবার ও লিফট

নিজেদের প্লাটফর্মে যুক্তরাষ্ট্রের যেসব চালকদের নিষিদ্ধ করা হয়েছে তাদের তথ্য-উপাত্ত একে অন্যের সঙ্গে শেয়ার করবে উবার ও লিফট। যৌন হয়রানিসহ বিভিন্ন মারাত্মক অপরাধমূলক তত্পরতা ঠেকাতে পারস্পরিক সহযোগিতার এ উদ্যোগ নিয়েছে দুই রাইডশেয়ারিং জায়ান্ট। খবর বিবিসি।

রাইডশেয়ারিং খাতের নিরাপত্তা নিশ্চিতে তৃতীয় একটি ব্যাকগ্রাউন্ড চেক কোম্পানি কাজ করবে। যুক্তরাষ্ট্রে সচল অন্যান্য রাইডশেয়ারিং কোম্পানিও ইচ্ছা করলে এতে যুক্ত হতে পারবে।

যৌন হয়রানিসহ অন্যান্য নিরাপত্তা ইস্যুতে গাফিলতির জন্য বেশকিছু মামলার মুখোমুখি হয়েছে উবার ও লিফট। ধর্ষণ, বিনা অনুমতিতে চুম্বন কিংবা শারীরিক আক্রমণের অভিযোগ রয়েছে এমন চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এ তথ্য শেয়ারিং চালু করছে তারা। তবে এটি কেবল যুক্তরাষ্ট্রের বাজারে প্রযোজ্য হবে।

গত বৃহস্পতিবার পৃথক দুই বিবৃতিতে উবার ও লিফট জানায়, প্রতিদ্বন্দ্বিতা পেছনে রেখে গ্রাহকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে এবং নিরাপদ রাইডশেয়ার অভিজ্ঞতা নিশ্চিতের চেষ্টা চলছে।

২০১৯ সালে উবার স্বীকার করে পূর্ববর্তী দুই বছরে যুক্তরাষ্ট্রে তারা ছয় হাজার যৌন হয়রানির অভিযোগ পেয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *