নিউ নরমালে সরব হচ্ছে ছোট পর্দা

মহামারী নভেল করোনাভাইরাসের কারণে ২২ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল ছোট পর্দার শুটিং। প্যানডেমিকের মাঝেই পার হয়ে যায় দুটো ঈদ উৎসব। উৎসব দুটি ঘিরে করোনার কারণে উন্মুক্ত পরিবেশে নাটক নির্মাণের সুযোগ ঘটেনি নির্মাতাদের। গৃহবন্দি থাকতে হয়েছে নির্মাতা, অভিনয়শিল্পীসহ কলাকুশলীদের। যদিও ঘরবন্দি থেকে ঘরে বসেই নাটক ও স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করেছেন অনেকে। যেগুলো প্রচারিত হয়েছে টেলিভিশনসহ ইউটিউব চ্যানেলে। ঈদুল আজহা পরবর্তী সময় থেকে করোনার দীর্ঘ বিরতি ভেঙে ধীরে ধীরে শুটিংয়ে ফিরতে শুরু করেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। কেউ একটু আগে কেউবা একটু পরে। করোনাকাল কবে কাটবে তা অনিশ্চিত। তাই একে একে নতুন স্বাভাবিক বা ‘নিউ নরমাল’ নিয়মে কাজ শুরু করছেন। অনেকে নিয়মিত না হলেও অল্প অল্প করে কাজ করছেন। করোনার এ দুর্যোগ পরিস্থিতিতে নির্মিত হচ্ছে একের পর এক ধারাবাহিক নাটক ও টেলিফিল্ম। চলতি মাসে একাধিক নাটকের কাজ হয়েছে। এখনো হচ্ছে, যা থেকে বোঝা যাচ্ছে করোনাকালে ছোট পর্দাসংশ্লিষ্ট মানুষদের ব্যস্ততা বেড়ে চলেছে। সজল-প্রভা জুটিকে নিয়ে নির্মাতা সরকার রোকন নির্মাণ করেছেন নাটক ‘ইজি লাভ বিজি মন’। গত সপ্তাহে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। শিগগিরই নাটকটি কোনো একটি বেসরকারি চ্যানেল ও ইউটিউবে প্রচার হবে। তরুণ নির্মাতা নাজমুল রনি নাটক নির্মাণে বেশ সরব। সম্প্রতি পরিবারভিত্তিক গল্পকে কেন্দ্র করে সাফা কবির ও অপূর্ব জুটিকে নিয়ে নির্মাণ করেছেন খণ্ড নাটক ‘তোকে ভালোবাসি আমি’। ছোট পর্দার প্রিয় এ জুটি ‘দ্বিধা’ নামে আরো একটি নাটকে অভিনয় করেছেন। আহম্মদ আলী হাসানের গল্পে এটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা সাগর জাহান। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্র ধারণের কাজ হয়েছে। এ নির্মাতা সম্প্রতি ‘মন দরজা’ নামে আরেকটি নাটকের কাজ করেছেন। ২৭ ও ২৮ সেপ্টেম্বর নাটকটির শুটিংয়ে অংশ নেন মোশাররফ করিম ও জাকিয়া বারী মম। অঞ্জন আইচের রচনায় নির্মাতা দিপু হাজরা নির্মাণ করেছেন ‘অপরূপার গল্প’। কিছুদিন আগে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন ছোট পর্দার প্রিয় মুখ ইরফান সাজ্জাদ ও তাসনুভা তৃষা। নাটকটি আগামী মাসে প্রচারিত হবে। তৌসিফ ও সাফা বর্তমান প্রজন্মের প্রিয় দুই টিভি তারকা। এদিকে নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ব্যস্ততাও কম নয়। প্রথমবারের মতো এ নির্মাতা তৌসিফ-সাফাকে নিয়ে ‘চিরকাল’ নামে একটি টেলিছবি নির্মাণ করেছেন। ৬০ মিনিট দৈর্ঘ্যের এ টেলিছবির শুটিং শেষ হয়েছে গত সপ্তাহে ঢাকার বিভিন্ন লোকেশনে। ভালোবাসা বিভিন্ন স্তরে কেমন রূপ নেয় সেই গল্প নিয়েই নাটকটি। শিগগিরই এটি সিএমভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে উন্মুক্ত হবে। একক নাটকের পাশাপাশি করোনা পরবর্তী সময়ে বেশকিছু ধারাবাহিক নাটকের কাজও হচ্ছে। দীপ্ত টিভির নিজস্ব স্টুডিওতে স্বাস্থ্যবিধি মেনে ৮ সেপ্টেম্বর শুরু হয় ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’ নাটকের শুটিং। একটি ছোট্ট মেয়ের ফুটবলার হয়ে ওঠার গল্প নিয়ে নাটকটির চিত্রনাট্য লিখেছেন আসফিদুল হক। শতাধিক শিশু-কিশোরদের অডিশন নিয়ে সেখান থেকে নির্বাচিতদের বাছাই করে শুরু হয় এর শুটিং। টিভি নাটকের আরেক জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজ। এ নির্মাতার প্রযোজনা সংস্থা সিনেমাওয়ালা নিয়ে আসছে একটি নতুন নাটক ‘ওসিডি’। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অর্থাৎ শুচিবাই রোগ নিয়ে নির্মিত নাটকটির ট্রেইলার এরই মধ্যে প্রকাশ পেয়েছে। আগামী ১ অক্টোবর নাটকটি মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন শামীম হাসান, সারিকা সাবা, মনিরা মিঠুসহ আরো অনেকে। করোনাকাল চলছে। তাই করোনাকালের বিভিন্ন ঘটনা নিয়ে অনেক নির্মাতা নির্মাণ করে চলেছেন একক ও ধারাবাহিক নাটক। তেমনি একটি ধারাবাহিক নাটক ‘মাইন্ড গেম’। এতে অভিনয় করেছেন অভিনেত্রী জান্নাতুল হিমি ও নিলয় আলমগীর। নির্মাতা সঞ্জয় বড়ুয়ার পরিচালিত নাটকটি নাগরিক টিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর চার পর্বের ধারাবাহিকটির শুটিং শেষ হয়েছে। এছাড়া আরো বেশকিছু নাটক নির্মিত হয়েছে, যেগুলো এরই মধ্যে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। চলতি মাসে একাধিক নাটক নির্মাণ থেকে বোঝা যায় নতুন স্বাভাবিক পরিস্থিতিতে ছোট পর্দা ধীরে ধীরে সরব হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *