নামাজে সালাম ফেরানোর পর নবীজি যে দোয়া পড়তেন

মুমিন মুসলমানের জন্য ফরজ ইবাদত নামাজ। নামাজের যেসব জায়গায় মনের ইচ্ছে মতো দোয়া করা যায় তন্মধ্যে সালাম ফেরানোর আগেও একটি। নামাজের সালাম ফেরানোর আগে মনের ইচ্ছে মতো দোয়া করা যায়। এগুলোকে দোয়ায়ে মাছুরাও বলা হয়।
হাদিসে সালাম ফেরানোর আগে পড়ার অনেকগুলো দোয়া এসেছে, যেগুলো পড়া সুন্নত। এখানে একটি দোয়া উল্লেখ করা হয়েছে। আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে, নবী (সা.) নামাজের সালাম ফেরানোর পর এই দোয়া বলতেন। (মুসলিম, হাদিস: ৫৯২; তিরমিজি, হাদিস: ২৯৮-২৯৯; আবু দাউদ, হাদিস: ১৫১২)

দোয়াটি হলো-

আরবি: اللهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

উচ্চারণ: আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম।

অর্থ: হে আল্লাহ! তুমিই শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে। তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *