নাইজার সীমান্তে বিদ্রোহীদের হামলায় নিহত ১৩৭ জন

মোটরবাইকে করে মালি সীমান্তবর্তী ৩টি গ্রামে হামলা চালায় সন্ত্রাসীরা। আগ্নেয়াস্ত্রের মাধ্যমে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে গ্রামবাসীর ওপর। তাতে বহু মানুষ হতাহত হয়।

[৩] মালি এলাকার নিকটবর্তী সীমান্ত অঞ্চলে ওই বর্বর হামলার তীব্র নিন্দা করেছেন নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম। আল জাজিরা

[৪] ধারণা করা হচ্ছে, একদিন আগেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মোহাম্মদ বাজোমের ওপর চাপ সৃষ্টির জন্যেই এ হত্যাযজ্ঞ ঘটনানো হয়েছে। হামলাকারীরা সবাই জঙ্গি সংগঠন আল-কায়েদা ও আইএস মতাদর্শে বিশ্বাসী।
[১] এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণ : তদন্ত প্রতিবেদনের বিষয়ে শুনানি ১ নভেম্বর ≣ [১] ঈদে গণপরিবহন খোলা রাখায় প্রত্যন্ত অঞ্চলে কোভিড-১৯ সংক্রমণ বাড়বে: ওয়ার্কার্স পার্টি ≣ চাঁদ দেখা যায়নি, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদ রবিবার

[৫] সরকারি মুখপাত্র জাকারিয়া আবদুরহামনে টেলিভিশনে পড়া এক বিবৃতিতে বলেছেন, সাধারণ জনগণ এখন এদের মূল টার্গেট।

[৫] গত ১৫ মার্চ তিলাবেরি প্রদেশে বাসে হামলা চালিয়ে ৬৬ জনকে হত্যা করে দুর্বৃত্তরা। আরেক হামলায় প্রাণ হারায় মালির ৩৩ সেনা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *