দেশে গ্যালাক্সি এম১১ স্মার্টফোন আনছে স্যামসাং

দেশের প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য গ্যালাক্সি এম সিরিজের নতুন ফোন ‘এম১১’ আনতে যাচ্ছে স্যামসাং বাংলাদেশ। গত বছরের শুরুর দিকে স্যামসাং দেশের বাজারে প্রথমবারের মতো উন্মোচন করে সাশ্রয়ী মূল্যের গ্যালাক্সি এম সিরিজের স্মার্টফোন, যা দ্রুত তরুণদের মধ্যে সাড়া ফেলে। এ সাফল্যের ধারাবাহিকতায় স্যামসাং মিলেনিয়ালস লাইফস্টাইল বা সহস্রাব্দের প্রজন্মের জীবনধারার কথা মাথায় রেখে দেশের বাজারে এম সিরিজের চারটি স্মার্টফোন নিয়ে আসে। এবার দেশের বাজারে গ্যালাক্সি এম১১ স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি এম১০-এর উত্তরসূরি হিসেবে তরুণ প্রজন্মের জন্য স্যামসাং বাংলাদেশ সাশ্রয়ী দামের স্মার্টফোন গ্যালাক্সি এম১১ শিগগিরই উন্মোচন করবে। আকর্ষণীয় ডিজাইন, অসাধারণ ডিসপ্লে ও ক্যামেরায় বৈচিত্র্যপূর্ণ সমাহারসহ নানা ফিচারের কারণে নতুন ডিভাইসটি নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে দাবি স্যামসাংয়ের। তরুণ প্রজন্ম বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত আছেন কিংবা অধিক সময় ধরে প্রয়োজনীয় কাজ বা গেম খেলার জন্য ফোন ব্যবহার করেন, তাদের জন্য সাশ্রয়ী দামের মধ্যে শক্তিশালী ব্যাটারি, মোবাইল ফটোগ্রাফি ও দুর্দান্ত মাল্টিমিডিয়ার গ্যালাক্সি এম১১ স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *