দেশজুড়ে উন্নত সেবাদানে ভিওএলটিই চালু করল গ্রামীণফোন

কভিড-১৯ মহামারীর কারণে দৈনন্দিন জীবনে আমরা নতুন স্বাভাবিকতায় অভ্যস্ত হয়ে পড়ছি। ভয়াবহ এ পরিস্থিতিতে দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কানেক্টিভিটি। ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে বিনিয়োগ ও উদ্ভাবন উত্কর্ষের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনা উন্মোচনে গ্রামীণফোন ফোরজি/এলটিইর সর্বোচ্চ সুবিধা পৌঁছে দিতে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় দেশজুড়ে ভয়েস ওভার এলটিই বা ভিওএলটিই সেবা চালু করেছে গ্রামীণফোন। প্রযুক্তির এ অগ্রগতিতে ফোরজি/এলটিইর কাভারেজের অধীন এলাকায় ভয়েস কলে গ্রাহক অভিজ্ঞতা উন্নত হবে। সেবাটি উপভোগ করতে গ্রাহকের ভিওএলটিই সমর্থনযোগ্য হ্যান্ডসেট, ফোরজি সিম ও কাভারেজ থাকতে হবে।

ভিওএলটিই উন্মোচন নিয়ে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, গ্রাহকদের জন্য বিস্তৃত ফোরজি/এলটিই কাভারেজ নিশ্চিত করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। দেশজুড়ে ভিওএলটিই সেবার উন্মোচন ফোরজি/এলটিই নেটওয়ার্কে গ্রাহকদের উন্নত সেবাদানের ক্ষেত্রে সম্ভাবনা উন্মোচনে আমাদের সুযোগ করে দিয়েছে। আমরা বিশ্বাস করি, দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তির সুবিধা পৌঁছে যাওয়া উচিত। বিশেষ করে আমাদের নতুন স্বাভাবিকতায় যেখানে যোগাযোগ প্রযুক্তি আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *