দুদুর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র গঠন

চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমির আদালত এ অভিযোগ গঠন করেন। আগামী ২৪শে মে অভিযোগ গঠনের উপর সাক্ষ্য প্রমাণের দিন নির্ধারণ করেছেন আদালত। এ সময় আসামি মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হলে আসামি নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
জানা যায়, ২০১৯ সালের ১৬ই সেপ্টেম্বর বেসরকারি ডিবিসি টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান ‘রাজকাহন’-এ শামসুজ্জামান দুদু বলেন, ‘এ দেশ থেকে বঙ্গবন্ধু যেভাবে বিদায় নিয়েছেন, শেখ হাসিনাকেও সেভাবে বিদায় নিতে হবে। এই বক্তব্যের দুইদিন পর উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে দুদুর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিখিল কুমার নাথ বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় শুনানি শেষে শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আর ২৪শে মে থেকে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *