দক্ষিণ চীনে জৈব জ্বালানি প্লান্টে বিস্ফোরণে দুজন নিখোঁজ

চীনের দক্ষিণাঞ্চলের ফুজিয়ান প্রদেশে একটি জৈব জ্বালানি প্লান্টে বিস্ফোরণের পর অন্তত দুজন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রোববারের ওই বিস্ফোরণে আহত হয়েছেন আরো দুজন। স্থানীয় দমকল বাহিনী ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১০ মিনিটের দিকে লংইয়ান ঝুওইয়ুয়ে নিউ এনার্জি কোম্পানি লিমিটেডের ওই প্লান্টে বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে কর্মীরা রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, প্লান্টটি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে সেখানে আগুন জ্বলতে থাকে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন দমকল বাহিনীর ১০০-এর বেশি সদস্য। তারা সেখানে ও আশপাশের এলাকায় উদ্ধার কর্মকাণ্ড পরিচালনা করেন। একই সঙ্গে প্লান্টের কাছের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

লংইয়ান ঝুওইয়ুয়ে নিউ এনার্জির ওয়েবসাইট থেকে জানা গেছে, কোম্পানিটি গাটার অয়েল প্রক্রিয়াজাতের মাধ্যমে বায়োডিজেল উৎপাদন করে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *