তোরণ নির্মাণে নিষেধাজ্ঞা, স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

আর চারদিন পর পাক হানাদারদের কবল থেকে বাঙালি জাতির মুক্তিলাভের দিন, বিজয় দিবস। প্রতিবছরই দেশের মানুষ বিভিন্ন আয়োজনে দিনটিকে পালন করে থাকেন। দেশের বিভিন্ন সড়কে নির্মাণ হয় তোরণ। জাতীয় স্মৃতিসৌধে দেখা যায় মানুষের উপচে পড়া ভীড়। তবে, এবার এ দুটি বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

নিষেধাজ্ঞা দেয়া হয়েছে গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে। এ ছাড়া সর্বসাধারণের প্রবেশ বন্ধের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে স্মৃতিসৌধে।

আজ রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেয়া হয়। এক বিজ্ঞপিতে মন্ত্রণালয় জানিয়েছে, মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর গাবতলী থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যেকোনো ধরনের তোরণ নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সড়কে ত্রিমাত্রিক অথবা বক্স আকারে তোরণ তৈরি করা, ব্যানার, ফেস্টুন এবং পোস্টার লাগানো থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি আহ্বানও জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এ ছাড়া সাভারে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আগামী ১২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধের কথা বলেছে মন্ত্রণালয়। একই সঙ্গে ১৬ ডিসেম্বর প্রত্যুষে অতিথিবৃন্দের স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে বলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *