তালিবান সরকারে মন্ত্রীর দায়িত্ব পেলেন যারা

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে তালিবান সরকারের কে কোন মন্ত্রীর দায়িত্ব পেলেন তার একটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিটিতে দেখা যায়, আফগানিস্তানে নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে মনোনীত করা হয়েছে। ২য় সহকারি সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন মোল্লা আব্দুল সালাম হানাফি। সরকারের উপপ্রধান হিসেবে স্থান পেয়েছেন তালিবানের আলোচিত নেতা আব্দুল গনি বারাদার।

[৩] অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেরাজুদ্দিন হাক্কানি। তিনি জঙ্গি-দল হাক্কানি নেটওয়ার্কের প্রধান। গত দু‌’দশকব্যাপী লড়াইয়ে আফগানিস্তানের ভেতরে অনেকগুলো সন্ত্রাসী হামলার জন্য দায়ী এই হাক্কানি নেটওয়ার্ক।

[৪] অন্যান্যদের মধ্যে তালিবানের মন্ত্রীসভায় ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন মুল্লা ইয়াকুব এবং পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আমির খান মুত্তাকি। দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী হয়েছেন মুল্লা আব্দুস সালাম হানাফি। মুল্লা ইয়াকুব তালেবানের প্রতিষ্ঠাতা এবং সর্বোচ্চ নেতা প্রয়াত মুল্লা ওমরের ছেলে।

[৫] এই মন্ত্রীসভায় কেন কোন নারী প্রতিনিধি নেই, এই প্রশ্নের জবাবে তালিবানের সংস্কৃতি বিষয়ক কমিশনের প্রধান আমানুল্লাহ ওয়াসিক বিবিসিকে বলেছেন, মন্ত্রীসভার গঠন এখনও চূড়ান্ত হয়নি। তবে এর আগে তালিবান জানিয়েছিল যে মন্ত্রী পর্যায়ে কোন নারী থাকবেন না।

[৬] সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা জানি আমাদের দেশের মানুষ নতুন সরকার ঘোষণার অপেক্ষায় আছেন।
[১] সকল খালের দায়িত্ব পাচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন ≣ দীপক চৌধুরী: জীববৈচিত্র রক্ষায় ভরা নদী থেকে হাওরে অতিদ্রুত পানি ঢুকবার ব্যবস্থা করতে হবে পানি উন্নয়ন বোর্ডকেই ≣ [১] রংপুরে সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা, সিটি মেয়রের হুঁশিয়ারি

[৮] উল্লেখ্য, মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে নতুন সরকারের সদস্যদের নাম ঘোষণা করেন তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। সূত্র: বিবিসি

[৯] এক নজরে তালিবানের মন্ত্রিসভায় স্থান পেলেন যারা:-

হেড অব স্টেট: মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
প্রথম ডেপুটি: মোল্লা আব্দুল গনি বারাদার
দ্বিতীয় ডেপুটি: মৌলভী হান্নাফি

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী : মোল্লা ইয়াকুব
ভারপ্রাপ্ত অভ্যন্তরীণ মন্ত্রী (স্বরাষ্ট্রমন্ত্রী) : সেরাজউদ্দিন হাক্কানি
ভারপ্রাপ্ত পল্লী পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রী: মোল্লা মোহাম্মদ ইউনুস আখুন্দজাদা
ভারপ্রাপ্ত গণপূর্ত মন্ত্রী: মোল্লা আবদুল মানান ওমারি
ভারপ্রাপ্ত খনি ও পেট্রোলিয়াম মন্ত্রী: মোল্লা মোহাম্মদ এসা আখুন্দ

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী: আমির খান মুত্তাকী

ভারপ্রাপ্ত ফিন্যান্সমন্ত্রী: মোল্লা হেদায়েতুল্লাহ বাদরী
ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী: শেখ মৌলভী নূরুল্লাহ
ভারপ্রাপ্ত তথ্য ও সংস্কৃতি মন্ত্রী: মোল্লা খায়রুল্লাহ খায়রখাহ

ভারপ্রাপ্ত অর্থনীতি মন্ত্রী: ক্বারী দিন হানিফ
হজ ও ধর্ম বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী: মৌলভী নূর মোহাম্মদ সাকিব
ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী: মৌলভী আবদুল হাকিম শারিই
সীমান্ত ও উপজাতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী: মোল্লা নূরুল্লাহ নূরী

দাওয়াত-উ-এরশাদের ভারপ্রাপ্ত মন্ত্রী: শেখ মোহাম্মদ খালিদ
প্রতিরক্ষা উপমন্ত্রী: মোল্লা মোহাম্মদ ফাজিল
সেনাপ্রধান: কারী ফসিহউদ্দিন
উপ-পররাষ্ট্রমন্ত্রী: শের মোহাম্মদ আব্বাস স্টানেকজাই
উপ-স্বরাষ্ট্রমন্ত্রী: মৌলভী নূর জালাল

ভারপ্রাপ্ত শরণার্থী মন্ত্রী: খলিলুর রহমান হাক্কানি
ভারপ্রাপ্ত গোয়েন্দা বিভাগের পরিচালক: আব্দুল হক ওয়াসিক
কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত পরিচালক: হাজী মোহাম্মদ ইদ্রিস
রাষ্ট্রপতির প্রশাসনিক কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক: আহমদ জান আহমদী

উপ-তথ্য ও সংস্কৃতি মন্ত্রী: জাবিউল্লাহ মুজাহিদ
গোয়েন্দা বিভাগের প্রথম ডেপুটি: মোল্লা তাজমির জাওয়াদ
গোয়েন্দা বিভাগের উপ প্রশাসনিক : মোল্লা রহমতউল্লাহ নাজীব
মাদকবিরোধী উপ-স্বরাষ্ট্রমন্ত্রী: মোল্লা আবদুলহাক আখুন্দ

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *