টেনসেন্টকে অনুমতি দিয়েছে চীনা তদারকি সংস্থা

চীনা তদারকি সংস্থা থেকে মোবাইল অ্যাপ আপডেট করার অনুমোদন পেয়েছে টেনসেন্ট মিউজিক এন্টারটেইনমেন্ট (টিএমই) গ্রুপ। কিউকিউ মিউজিক, উইকমসহ মোট নয়টি অ্যাপ আপডেটের অনুমোদন পেয়েছে সম্প্রতি চীনভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। খবর রয়টার্স।

চীনা সংবাদমাধ্যম দ্য পেপারের সূত্রমতে, মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের অ্যাপ স্টোরে টেনসেন্টের নতুন আপডেটগুলো পাওয়া যাচ্ছে। গত মাসে টেনসেন্টের বিরুদ্ধে কিছু অ্যাপে ব্যবহারকারীদের স্বার্থ ও অধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এরপর প্রতিষ্ঠানটিকে নতুন অ্যাপ অথবা অ্যাপের আপডেটের প্রস্তাব জমা দেয়ার আদেশ দেয় চীন। টিএমই রয়টার্সকে জানায়, মোট নয়টি অ্যাপের আপডেট পর্যালোচনার পর সম্প্রতি বাজারে চালু হওয়ার জন্য সবুজ সংকেত মিলেছে।

গত এক বছরে চীনা নিয়ন্ত্রকরা দেশটির টেক জায়ান্টদের ওপর কঠোর ব্যবস্থা গ্রহণ করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সম্প্রতি চীনা টেক জায়ান্টদের বাজারে একাধিপত্য ও ব্যবহারকারীদের অধিকার লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল। একে কেন্দ্র করেই টেক জায়ান্টগুলোর ওপর কড়া নজরদারি শুরু হয়। মোবাইল অ্যাপগুলোর ক্ষেত্রে কয়েক ধাপবিশিষ্ট চেকআপ পর্ব শুরু করে দেশটির নিয়ন্ত্রকরা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *