টুইটার ব্যবহারে অর্থ গুনতে হতে পারে

জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার সাবস্ক্রিপশন মডেল চালুর কথা ভাবছে। এটি চালু করা হলে টুইটার ব্যবহারের জন্য অর্থ গুনতে হতে পারে। সম্প্রতি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি বিনিয়োগকারীদের সামনে প্রতিষ্ঠানের প্রান্তিক আর্থিক খতিয়ানের তথ্য জানানোর সময় সাবস্ক্রিপশন মডেল চালুর ইঙ্গিত দিয়েছেন। খবর দ্য ভার্জ।

বিনিয়োগকারীদের সম্মেলনে জ্যাক ডরসি বলেন, অর্থের বিনিময়ে টুইটার ব্যবহার করার একটি মডেলের প্রাথমিক অবস্থায় আছেন। আমরা টেকসই আয় বাড়ানোর লক্ষ্য স্থির করেছি। আমাদের বিভিন্ন দিক থেকে আয় বাড়াতে হবে। তবে বেশি গুরুত্ব পাবে আমাদের বিজ্ঞাপন ব্যবসার পরিপূরক কোনো আয়ের পথ পেলে। আমরা সাবস্ক্রিপশনকে পরিপূরক মডেল হিসেবে দেখছি।

তিনি বলেন, মানুষকে অর্থ দিয়ে টুইটার ব্যবহার করতে বলতে হলে প্লাটফর্মটিকে আগে তেমনই একটি জায়গায় নিয়ে যেতে হবে।

টুইটারের পক্ষ থেকে কবে নাগাদ সাবস্ক্রিপশন মডেল চালু হতে পারে, তা প্রকাশ করা হয়নি। তবে ডরসির বক্তব্য অনুযায়ী, চলতি বছরেই কিছু পরীক্ষা-নিরীক্ষা চালানো হতে পারে। এরই মধ্যে মডেলটির পরীক্ষা চালাতে ছোট একটি দল গঠন করা হয়েছে। এ দলের জন্য নতুন কর্মী নিয়োগ দেয়া হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *