জাপা মহাসচিব রাঙ্গা বললেন, প্রধানমন্ত্রী বেঁচে না থাকলে দেশ চালাবে কে?

মনিরুল ইসলাম : [২] জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা ভার্চুয়াল ব্যবস্থাপনায় বাজেট অধিবেশন চালানোর দাবি করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা না বেঁচে থাকলে কে দেশ চালাবে?

[৩[ তিনি করোনাকালে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে স্বশরীরে সংসদে না এসে ভার্চুয়াল ব্যবস্থাপনায় সংসদ কার্যক্রমে অংশগ্রহণের অনুরোধ করেন।

[৪] তবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা শোক প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তার এ প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, জীবনের ভয়ে ভীত নন। মৃত্যু যখন অবধারিত তখন মরতে একদিন হবেই। আমি বেঁচে থাকার জন্য আসিনি। জীবনটা বাংলার মানুষের জন্য বিলিয়ে দিতে এসেছি।

[৫] করোনা পরিস্থিতিতে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড এবং কানাডায় এ ব্যবস্থাপনা শুরু হয়েছে উল্লেখ করে রাঙ্গা বলেন, আমি যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড কানাডা তিনটি দেশের কথা জানি। তারা ভার্চুয়াল পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পার্লামেন্ট পরিচালনা করছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *