জাতীয় পার্টি প্রশ্নবিদ্ধ ভোট ব্যবস্থা সমর্থন করে না: বাবলু

লালমনিরহাট, রাঙামাটি ও রামগতি পৌর নির্বাচনে সরকারদলীয় লোক প্রশাসনের চোখের সামনে ভোটকেন্দ্র দখল করেছে। সন্ত্রাসের কারণে এসব ভোটকেন্দ্রে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
নির্বাচনে এমন পরিবেশ ভোটের প্রক্রিয়া ভেঙে চুরমার করেছে। জাতীয় পার্টি কখনোই প্রশ্নবিদ্ধ ভোট ব্যবস্থা সমর্থন করে না।

রোববার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পৌর নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও কারচুপির অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। দুপুর ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রধান নির্বাচন কমিশনারকে বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। বিগত স্থানীয় ও জাতীয় নির্বাচন অনিয়মের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে। তা থেকে নির্বাচন কমিশন এখনো বের হতে পারেনি।

গণমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
এসময় প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেন, প্রতিটি অভিযোগ তদন্ত করা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *