ছোট দেশ হলেও বিশ্বকাপের বৈভবে দুনিয়ার সেরা দেশগুলিকে টেক্কা দিতে তৈরি হচ্ছে কাতার

প্রায় তিন বছর পরে কাতারে অনুষ্ঠিত হল ফিফা কংগ্রেস। সেখানেই তৈরি হলো বিশ্বকাপের নির্ঘণ্ট। গ্রেটেস্ট শো অন আর্থের জন্য সেজে উঠছে কাতার। ছোট্ট একটি শহর। ৪৫ মিনিটের মধ্যে সব স্টেডিয়াম। দূরত্ব খুব বেশি হলে ২০-২২ কিলোমিটার। যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্রস্তুতি। ফিফা কংগ্রেসে উপস্থিত ছিলেন পর্যটন সংস্থা হারমিজ ভয়েজের কর্ণধার অভিজিৎ দাস। 

[৩] রের প্রস্তুতি দেখে তিনি অভিভূত। অভিজিৎ দাস বলেন, কাতারে না গেলে দেখতেই পেতাম না একটা ছোট্ট দেশ কীভাবে পাল্লা দেওয়ার জন্যে লড়ে যাচ্ছে বিশ্বকাপের আগের আয়োজক সমৃদ্ধশালী ইউরোপ কিংবা আমেরিকার দেশগুলির সঙ্গে। কাতার বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গে এটা বুঝতে আমার অসুবিধা হয়নি যে প্রত্যেক কাতারবাসী এই বিশ্বকাপকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। 

[৪] জুন-জুলাইয়ের ট্র্যাডিশন ভেঙে কাতারের পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা এড়িয়ে নভেম্বরে বিশ্বকাপ। যেখানে প্রতিটি স্টেডিয়াম শীততাপ নিয়ন্ত্রিত। এই সবই এবারের বিশ্বকাপের আকর্ষণ। তবে ফিফার কাছেও এটা একটা বড় চ্যালেঞ্জ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *