চলতি বছর নাইজেরিয়ায় হত্যার শিকার ১১০০ গ্রামবাসী

মধ্য ও উত্তর-পশ্চিম নাইজেরিয়ার বেশকিছু প্রদেশে চলতি বছর বিভিন্ন সশস্ত্র দলের হামলায় ১ হাজার ১০০ জনেরও বেশি গ্রামবাসী নিহত হয়েছে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। খবর এএফপি।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বন্দুকধারীদের হামলায় অন্তত ১ হাজার ১২৬ জন গ্রামবাসী খুন হয়েছে। মূলত দেশটির কর্তৃপক্ষ এসব প্রান্তিক জনগোষ্ঠীকে রক্ষার বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে তারা অবলীলায় এসব হামলকারীর শিকারে পরিণত হচ্ছে।

অ্যামনেস্টি জানিয়েছে, কাদুনা, কাতসিনা, নাইজের, সোকোতো, তারাবা ও জামফারা প্রদেশের বিভিন্ন গ্রামে নেয়া সাক্ষাত্কারে দেখা গেছে, সেখানকার গ্রামবাসীরা সবসময়ই হামলা ও অপহরণের ভয়ে থাকেন। সংস্থাটির নাইজেরিয়ার পরিচালক ওসাই ওজিঘো বলেন, উত্তর নাইজেরিয়ার গ্রামাঞ্চলের বাসিন্দাদের ওপর বছরের পর বছর ধরে ভয়াবহ হামলা সংঘটিত হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *