ঘুরে দাঁড়ালেন ভাবনা

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। লকডাউনের পুরোটা সময় ঘরবন্দি ছিলেন। কোনো শুটিংয়ে দেখা যায়নি তাকে। গেল ঈদের জন্য কোনো নাটকে কাজ করেননি এই অভিনেত্রী। আর এরমধ্যে তাকে হতাশা ঘিরে ধরে। প্রতি রাতে অভিনয়ের জন্য কান্নাকাটিও করতেন বলে জানান। তবে এবার সেই হতাশা থেকে ঘুরে দাঁড়ালেন ‘ভয়ঙ্কর সুন্দর’ খ্যাত অভিনেত্রী। তার ভাষ্য, হতাশা কাটিয়ে আবার নিজেকে ফিরে পেয়েছি।

মাত্র ৭ দিনের অভিনয় কর্মশালা নতুন জীবন দিয়েছে। দূর করেছি সব হতাশা ও বিষণ্নতা। নাট্য নির্দেশক সৈয়দ জামিল আহমেদের পাঠশালায় ৭ দিনের কর্মশালা জীবনকে বদলে দিয়েছে। এই ৭ দিন এখন পর্যন্ত আমার জীবনের সেরা সময়। বাংলাদেশ টেলিভিশনে এখন প্রচারিত হচ্ছে ভাবনা অভিনীত ধারাবাহিক নাটক ‘এখানে কেউ থাকে না’। অনিমেষ আইচ পরিচালিত এই নাটকের নতুন লটের শুটিং খুব শিগগিরই শুরু হবে। এ ছাড়া বাংলাভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত ‘হিট’ শিরোনামের আরও একটি ধারাবাহিক নাটক। এটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। টিভি নাটকের বাইরে ‘ভয়ঙ্কর সুন্দর’- শিরোনামের চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেত্রীর। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘লাল মোরগের ঝুঁটি’ শিরোনামের একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *