গণপরিবহণের ৬০% বর্ধিত ভাড়া প্রত্যাহার করুন : লেবার পার্টি

[২] দলটির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান বলেছেন, সরকার করোনা পরিস্থিতিতে যাত্রী স্বল্পতার কারণে গণপরিবহনে ভাড়া ৬০% বাড়ানো হলেও জনসাধারনের কাছ থেকে ১০০% বেশী ভাড়া আদায় করা হচ্ছে। বর্তমানে করোনা পরিস্থিতি ও জনজীবন স্বাভাবিক হওয়ায় বর্ধিত ভাড়া প্রত্যাহার ও গণপরিবহনে যাত্রী হয়রানী বন্ধ করতে হবে। পরিবহন সেক্টরে বিরাজমান চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ করা সময়েরদাবী।
বুধবার যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ একথা বলেন।

[৩] লেবার পার্টির নেতৃবৃন্দ বলেন, দেশবাসীর আপত্তি সত্ত্বেও সরকার করোনার অযুহাতে অযৌক্তিকভাবে বাস ভাড়া ৬০% বৃদ্ধি করেছিল। কিন্তু এখন বাসে যাত্রীদের জন্য ন্যূনতম স্বস্থ্যবিধি প্রতিপালনের কোন ব্যবস্থা নেই। অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে। দাঁড়িয়েও যাত্রী পরিবহন করা হচ্ছে। এ অবস্থায়ও ৬০% অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও জনগণের উপর জুলুম। একই পরিবারের যাত্রীদের ক্ষেত্রেও ছাড় দেয়া হচ্ছে না।

[৪] নেতৃবৃন্দ বলেন, পৃথিবীর দুইশতাধিক রাষ্ট্রে করোনা সংক্রমণ হয়েছে। কিন্তু কোন দেশে গণপরিবহন বা বাস ভাড়া বৃদ্ধির নজির নেই। অথচ বাংলাদেশে জনগণের কাছ থেকে অযৌক্তিকভাবে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা হচ্ছে
[১] বাংলাদেশে এখন হাইব্রিড গণতন্ত্র চলছে, বললেন খন্দকার মোশাররফ ≣ ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত ≣ [১]গত বছরের তুলনায় মার্চে ৫ দশমিক শূণ্য

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *