ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে ভ্যাকসিন নিলেন ভ্লাদিমির পুতিন

অবশেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার (২৩ মার্চ) করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করলেন। তবে ঢাকঢোল পিটিয়ে নয় ,খানিকটা দরজার আড়ালেই ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে ভ্যাকসিন গ্রহণের কাজটি সেরে ফেললেন বিশ্বের ক্ষমতাধর এই প্রেসিডেন্ট। বিবিসি

[৩] এর আগে ভ্যাকসিন গ্রহণ না করায় বিভিন্ন মহল থেকে সমােলোচিত হন পুতিন। বলা যায়, বিরোধীদের চাপের মুখেই তিনি টিকা গ্রহণের সিদ্ধান্ত নেন।

[৪] তবে রাশিয়ায় অনুমোদনপ্রাপ্ত তিনটি ভ্যাকসিনের মধ্যে পুতিন কোন ভ্যাকসিন টি গ্রহণ করেছেন সে ব্যাপারে স্পষ্ট কিছুই জানায়নি রুশ সরকার।
[১] বুদ্ধর ছবি দিয়ে ক্যানভাস ভরলেন নুসরাত, তাতেও পিছু ছাড়ল না ট্রোলিং ≣ খালেদা জিয়ার মুক্তি দাবি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ≣ [১] করোনা সতর্কতা : সংবাদ কর্মীদের ঝুঁকি কমাতে কোন অফিসের কী ব্যবস্থা

[৫] দেশটিতে মোট জনসংখ্যার মাত্র ৪.৩ শতাংশ ভ্যাকসিন নিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন প্রয়োগের হারের চেয়ে তা অনেক কম।

[৬] পুতিন জানান, ইতোমধে ৬৩ লাখ মানুষ টিকা নিয়েছেন এক ডোজ করে। দুই ডোজ দিয়েছেন ৪৩ লাখ মানুষ।

[৭] তিনি বলেন, আজ আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি রাশিয়ার ভ্যাকসিন সম্পূর্ণ বিশ্বাসযোগ্য ও নিরাপদ। আমাদের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের জন্য এটি দারুণ সাফল্য।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *