কোনো ভাষাই মন্দ বা নৈতিক বিচারে শ্রেষ্ঠ নয়

ভাষার পার্থক্য যেহেতু সৃষ্টিকর্তা দয়াময় আল্লাহর নিদর্শন, তাই সব ভাষাই আল্লাহর অনুমোদিত ভাষা। কোনো ভাষাই ভাষা হিসেবে মন্দ নয়। আর কোনো ভাষাই নৈতিক বিচারে শ্রেষ্ঠ নয়। নৈতিক দৃষ্টিকোণ থেকে সব ভাষাই ভালো ও গ্রহণযোগ্য। দেশ ও বর্ণের কারণে যেমন কাউকে মন্দ বলা বা ভালো বলা ইসলামে অনুমোদিত নয় ঠিক তেমনি ভাষার কারণেও মর্যাদার পার্থক্য নির্দেশ করার সুযোগ ইসলামে নেই। তাই আমাদের ভাষা আর ওটা শত্রুদের ভাষা অথবা এটা ইসলামি ভাষা, ওটা অনৈসলামি ভাষা এ ধরনের মনোভাব ও ধারণা পোষণ করা কোনোভাবেই ইসলামসঙ্গত নয়। দেশরূপান্তর

হিব্রু ভাষা বর্তমানে ইসলামের কট্টর বিরোধী ইহুদিদের ভাষা। অথচ সেই (আদি) হিব্রু ভাষাতেই তওরাত নাজিল হয়েছিল। কোরআনের ঘোষণা অনুযায়ী জানা, ‘যখনই কোনো জাতির মধ্যে নবী পাঠানো হয়েছে তখন সে জাতির ভাষায়ই ওহি নাজিল করা হয়েছে।’ সুরা ইবরাহিম : ৪

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *