কুমেকে করোনা উপসর্গে পাঁচজনের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজন মারা গেছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।

কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান গতকাল দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার তাজুল ইসলাম (৬০), চৌদ্দগ্রামের নজরুল ইসলাম (৫৫), লালমাই উপজেলার মাসুদা বেগম (৮০), লাকসাম উপজেলার লাল মিয়া (৬৫) ও সদর দক্ষিণ উপজেলার আবদুল করিম (৭০)।

কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, এ পর্যন্ত কুমেক হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট ৩২৪ জন মারা গেছেন।

অন্যদিকে কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮৬৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৪ হাজার ৪১৪ জন ও মারা গেছে ১৫০ জন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *